আজ পুরো ডিএ-তথ্য চায় কোর্ট

মঙ্গলবার রাজ্য সরকারি কর্মী সংগঠনকে ওই তথ্য আদালতকে পেশ করতে হবে বলে সোমবার জানিয়েছে বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখ ববি শরাফের ডিভিশন বেঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ০২:১৩
Share:

রাজ্য সরকারি কর্মচারীদের কত মহার্ঘ ভাতা বা ডিএ বকেয়া আছে, কত কিস্তি ডিএ কবে থেকে বকেয়া রয়েছে, তা বিস্তারিত ভাবে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার রাজ্য সরকারি কর্মী সংগঠনকে ওই তথ্য আদালতকে পেশ করতে হবে বলে সোমবার জানিয়েছে বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখ ববি শরাফের ডিভিশন বেঞ্চ।

Advertisement

বকেয়া ডিএ মেটানোর দাবি জানিয়ে স্যাট বা রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মীদের দু’টি সংগঠন। গত বছর ফেব্রুয়ারিতে স্যাট জানিয়ে দেয়, ডিএ পাওয়াটা কর্মীদের কোনও অধিকার নয়। সেটা দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপরে নির্ভর করে। স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল মামলা করে দুই সংগঠন। সেই মামলার শুনানি চলছে বিচারপতি করগুপ্তের ডিভিশন বেঞ্চে।

এ দিন মামলার শুনানিতে কর্মী সংগঠন দু’টির কৌঁসুলি সর্দার আমজাদ আলি আদালতে জানান, কেন্দ্রীয় সরকার যে-হারে তাদের কর্মীদের ডিএ দেয়, সেই হারে রাজ্যেরও ডিএ দেওয়ার কথা। কিন্তু তা মিলছে না। ডিভিশন বেঞ্চ তা শুনে বকেয়া ডিএ কবে থেকে পাওনা, কত কিস্তির টাকা বাকি ইত্যাদি খুঁটিনাটি জানতে চায়। কৌঁসুলি আমজাদ আলি সংগঠনের কর্তাদের কাছে আদালতে বারবার ওই সব প্রশ্নের উত্তর জানতে চাইলে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বিশদ ভাবে জেনে মঙ্গলবার আদালতে তথ্য দিতে হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন