শিক্ষক-কন্যাকে পেনশনের নির্দেশ

মা মারা যাওয়ার পরে দীপালি রাজ্য সরকারের কাছে পেনশন পাওয়ার জন্য আবেদন জানান ২০১২ সালে। সরকার সেই আবেদন পরের বছর খারিজ করে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০৩:৫০
Share:

প্রাথমিক স্কুলের এক শিক্ষকের অবিবাহিতা মেয়েকে অবিলম্বে পারিবারিক পেনশন দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Advertisement

দীপালি পাল নামে ওই মহিলার আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় শনিবার জানান, তাঁর মক্কেলের বাবা শিক্ষক ছিলেন। তিনি মারা যাওয়ার পরে দীপালিদেবীর মা পারিবারিক পেনশন পেতেন। মা মারা যাওয়ার পরে দীপালি রাজ্য সরকারের কাছে পেনশন পাওয়ার জন্য আবেদন জানান ২০১২ সালে। সরকার সেই আবেদন পরের বছর খারিজ করে দেয়। আইনজীবী জানান, রাজ্যের পেনশন দফতর আবেদন খারিজ করে জানায়, ১৯৮১ সালের পরে যাঁরা অবসর নিয়েছেন, একমাত্র তাঁদের ক্ষেত্রেই পরিবারিক পেনশন পাবেন অবিবাহিতা মেয়েরা। ওই শিক্ষক যেহেতু ১৯৮০তে অবসর নিয়েছেন, তাই দীপালি পেনশন পাবেন না।

রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত বছর কলকাতা হাইকোর্টে মামলা করেন শিক্ষক-কন্যা। তাঁর আইনজীবী মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টেরই দু’টি রায়ের নথি পেশ করেন। তাতে বলা রয়েছে, ১৯৮১ সালের পরে অবসর নিলে যদি কোনও সরকারি কর্মীর পরিজন পারিবারিক পেনশন পেতে পারেন, তা হলে ১৯৮০ সালে অবসর নিলেও পারিবারিক পেনশন পাওয়ার অধিকার রয়েছে।

Advertisement

বিচারপতি অরিন্দম সিংহ সেই রায়কে অনুসরণ করেই দীপালিকে পেনশন দিতে রাজ্যকে নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন