পরীক্ষায় বসায় অনুমতি মেলেনি, কেরলে আত্মঘাতী বাঙালি ছাত্র

কেরলে হোটেল ম্যানেজমেন্ট পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল স্বর্ণেন্দু মুখোপাধ্যায় (১৮) নামে এক বাঙালি তরুণের। তাঁর বাড়ি দুর্গাপুরে। তিনি কোভালামের একটি হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ০৪:০০
Share:

কেরলে হোটেল ম্যানেজমেন্ট পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল স্বর্ণেন্দু মুখোপাধ্যায় (১৮) নামে এক বাঙালি তরুণের। তাঁর বাড়ি দুর্গাপুরে। তিনি কোভালামের একটি হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন।

Advertisement

তাঁর মা স্বাগতা মুখোপাধ্যায় জানান, গত শুক্রবার কোভালামে তাঁর ছেলের ভা়ড়াবাড়ির ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। একটি সুইসাইড নোটও মিলেছে। সেখানে অবশ্য কাউকে দায়ী করেননি স্বর্ণেন্দু। শি‌ক্ষা প্রতিষ্ঠান থেকেই ওই দিন দুপুরে ছেলের মৃত্যু সংবাদ দেওয়া হয় তাঁদের। তাঁরা শনিবার কোভালামে পৌঁছন এবং ছেলের শেষকৃত্য করেন।

এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মৃতের মা-বাবা। তাঁদের অভিযোগ, অধ্যক্ষ ও শিক্ষকদের ক্রমাগত দুর্ব্যবহারই এর জন্য দায়ী। স্বাগতাদেবী জানান, সেমেস্টারের পরীক্ষায় বসতে হলে ৭৫ শতাংশ হাজিরা প্রয়োজন। তৃতীয় সেমেস্টারে তাঁর ছেলের ৭৩.৫ শতাংশ হাজিরা থাকায় পরীক্ষায় বসার অনুমতি মেলেনি। স্বর্ণেন্দু পরীক্ষায় বসার ছাড়পত্র পেতে বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষের দ্বারস্থ হলেও সাহায্য মেলেনি। তাই ছেলে মানসিক ভাবে ভেঙে পড়েছিল বলে স্বাগতাদেবী জানান।

Advertisement

আরও পড়ুন: মাংস কিনে ফিরে মা দেখলেন দুই মেয়ের নলি কাটা দেহ!

রবিবার স্বাগতাদেবী বলেন, ‘‘নিয়ম অনুযায়ী পরীক্ষায় বসতে না দিলেও কর্তৃপক্ষের উচিত ছিল, মানসিক ভাবে বিধ্বস্ত ছাত্রের পাশে থাকা। প্রয়োজনে কাউন্সেলিং করা। আমাদেরও কিছু জানানো হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন