Operation Sindoor

‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে ফেসবুকে পোস্ট করায় ধর্ষণের হুমকি বধূকে! তরুণকে পড়শি রাজ্য থেকে ধরে আনল পুলিশ

‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে ফেসবুকে পোস্ট করায় গৃহবধূকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত সেই তরুণকে গ্রেফতারও করেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৩:২৬
Share:

—প্রতীকী চিত্র।

‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে ফেসবুকে পোস্ট করায় গৃহবধূকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত সেই তরুণকে গ্রেফতারও করেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। ধৃতকে আদালতে হাজির করিয়ে পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল তারা। বিচারক তা মঞ্জুর করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই বধূই ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এর পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। তারা জানিয়েছে, সব পদক্ষেপ করা হয়েছিল। অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে-র নেতৃত্বে একটি দল গঠন করে শুরু হয় তদন্ত। জানা যায়, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেটি ভুয়ো অ্যাকাউন্ট। এর পরেই ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই অ্যাকাউন্টের মালিকের খোঁজ চলে। খোঁজ মেলেও। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত ফলতা থানা এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মিতুন বলেন, ‘‘অভিযুক্ত পালিয়ে গিয়েছিলেন। তদন্তে আমরা জানতে পারি, উনি ওড়িশায় রয়েছেন। এর পর সেখানে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।’’

Advertisement

জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে জঙ্গি হামলার পরে পাক-অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনার সেই ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানও ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করে। ভারতীয় সেনা জানিয়েছিল, পাকিস্তানের হামলা প্রতিহত করা হয়েছে। ভারতও পাল্টা আঘাত হেনেছে। দিন তিনেক ধরে ওই সংঘর্ষের পর অবশ্য দু’পক্ষের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি হয়। আপাতত তা-ই বহাল রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement