lottery

লটারির টিকিটে কোটি টাকা জয় হুগলির মাংস ব্যবসায়ীর, ১০ বছরের ‘সাধনা’য় কোটিপতি!

পাণ্ডুয়ার রামেশ্বরপুরের বাসিন্দা আব্দুল কাশেম পেশায় মাংস বিক্রেতা। মধ্যবিত্ত পরিবার। কপাল ফেরানোর আশায় মাঝেমাঝেই লটারি কাটতেন আব্দুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাণ্ডুয়া শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ২০:২২
Share:

পাণ্ডুয়ার সেই লটারিবিজেতা আব্দুল কাশেম। —নিজস্ব চিত্র।

প্রায় ১০ বছর ধরে লটারির টিকিট কেটে অবশেষে মিলল কোটি টাকা পুরস্কার। ১৫০ টাকার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন হুগলির পাণ্ডুয়ার এক মাংস বিক্রেতা।

Advertisement

পাণ্ডুয়ার রামেশ্বরপুরের বাসিন্দা আব্দুল কাশেম পেশায় মাংস বিক্রেতা। মধ্যবিত্ত পরিবার। কপাল ফেরানোর আশায় মাঝেমাঝেই লটারির টিকিট কাটতেন আব্দুল। গত বৃহস্পতিবার সকালে তিনি লটারির টিকিট কেটেছিলেন স্থানীয় এক বিক্রেতার থেকে। কিছু ক্ষণ পর তিনি জানতে পারেন, ওই টিকিটে কোটি টাকা পেয়ে গিয়েছেন।

লটারির টিকিটে কোটি টাকা জিতে স্বাভাবিক ভাবেই খুশি আব্দুল। হাসি মুখে তিনি বলেন, ‘‘এই টাকার কিছু অংশ ব্যবসার কাজে লাগাব। নতুন কোনও ব্যবসা শুরু করব। কিছু টাকা দান করব নিজের খুশি মতো। আর বাকি টাকা ছেলেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে দেব।’’

Advertisement

এর আগে লটারির টিকিটে কখনও কখনও কিছু টাকা জিতেছিলেন আব্দুল। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে এ বার কোটি টাকা জয়ের আনন্দ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন