Traffic Jam

সরকারি বাস রাস্তা না ছাড়ায় ধাওয়া করে চাবি খুলে নিলেন গাড়ির চালক, ডানকুনিতে তীব্র যানজট

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চণ্ডীতলার কলাছড়া এলাকা দিয়ে আরামবাগ থেকে ধর্মতলা যাচ্ছিল একটি সরকারি বাস। ওই সময় একটি চারচাকা গাড়িও একই রাস্তা দিয়ে যাচ্ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫০
Share:

অভিযুক্ত চালক। —নিজস্ব চিত্র।

রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইড দেয়নি সরকারি বাস। আর তাতেই মেজাজ হারালেন অন্য গাড়ির এক ‘মত্ত’ চালক। পিছু ধাওয়া করে মাঝ রাস্তাতেই বাসের চাবি খুলে নিলেন তিনি। ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় ডানকুনির ব্যস্ত রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চণ্ডীতলার কলাছড়া এলাকা দিয়ে আরামবাগ থেকে ধর্মতলা যাচ্ছিল একটি সরকারি বাস। ওই সময় একটি চারচাকা গাড়িও একই রাস্তা দিয়ে যাচ্ছিল। অভিযোগ, বাসের জন্য ওই গাড়িটি রাস্তা পায়নি। উল্টে একটু ধারের দিকে চলে যেতে হয়েছিল। আর তাতেই মেজাজ হারান গাড়ির চালক। প্রথমে তিনি ইট মেরে বাসটিকে থামানোর চেষ্টা করেন। তাতেও বাস না দাঁড়ালে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে গিয়ে বাসের চাবি খুলে নেন গাড়ির চালক। আর তার পরেই চম্পট দেন তিনি। যার জেরে মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে থাকে ওই বাস। গন্তব্যে পৌঁছানো আর হয়নি। অন্য দিকে, দীর্ঘ ক্ষণ বাস দাঁড়িয়ে থাকার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। বাসটিকে রাস্তা থেকে ক্রেন দিয়ে সরানো হয়। এর পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। অন্য দিকে, চালক-সহ ওই চারচাকার গাড়িটিকে শিয়াখালা থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক ছিলেন মত্ত অবস্থায় ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement