Lawyer Beaten at Liluah

তারস্বরে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে বচসা লিলুয়ার একটি আবাসনে, আক্রান্ত এক আইনজীবী

আক্রান্ত আইনজীবী রাজেশ অগরওয়াল ও অন্য আবাসিকদের মধ্যে তারস্বরে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে ঝামেলা বাধে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ০১:০৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ছটপুজো উপলক্ষে তারস্বরে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া জেলার লিলুয়ার একটি আবাসন। এক আইনজীবীকে মারধর করার অভিযোগ অন্য আবাসিকদের বিরুদ্ধে। মারধরের ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। অভিযোগ দায়ের হয় লিলুয়া থানায়।

Advertisement

সূত্রের খবর, আক্রান্ত আইনজীবী রাজেশ অগরওয়াল ও অন্য আবাসিকদের মধ্যে তারস্বরে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে ঝামেলা বাধে। যা পরবর্তীকালে হাতাহাতির পর্যায়ে চলে যায়। রাজেশের পরিবারের অভিযোগ, ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় রাজেশের চেম্বারে ঢুকে মারধর করা হয় তাঁকে। যদিও অন্য পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।

মারধরের জেরে আক্রান্ত আইনজীবীকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন। দু’পক্ষেরই অভিযোগ এবং পাল্টা অভিযোগ দায়ের হয়েছে লিলুয়া থানায়। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পুরনো বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement