Attemp To Suicide

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের গায়ে আগুন লাগালেন বড় জা, আটক ছোট জন

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুই জায়ের মধ্যে সম্পত্তি নিয়ে বচসা শুরু হয়। তার পরেই আচমকা বড় জা মীনা চৌধুরী নিজের গায়ে আগুন দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান। স্থানীয়েরা আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ০২:২৭
Share:

চুঁচুড়া থানা। —নিজস্ব চিত্র।

সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয় দুই জায়ের মধ্যে। বিবাদের জেরে বড় জা নিজের গায়ে আগুন লাগিয়ে, অগ্নিদগ্ধ হয়ে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয়েরা আগুন নিবিয়ে তাঁকে উদ্ধার করে হুগলির চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করান। আপাতত তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া বেলতলা বাজার এলাকায় ঘটে। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। অভিযুক্ত ছোট জাকে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুই জায়ের মধ্যে সম্পত্তি নিয়ে বচসা শুরু হয়। তার পরেই আচমকা বড় জা মীনা চৌধুরী নিজের গায়ে আগুন দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান। স্থানীয়েরা আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করান। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয়েরা প্রৌঢ়ার স্বামী রাম চৌধুরীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। রাম বলেন, “আমি সে সময় দোকানে কাজ করছিলাম। স্থানীয় লোকজনেরা আমাকে খবর দেন স্ত্রীর গায়ে আগুন লেগেছে। ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত। কী ভাবে আগুন লাগল বলতে পারব না।” খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। ইতিমধ্যে অভিযুক্ত ছোট জাকে আটক করেছে পুলিশ।

প্রৌঢ়ার মেয়ে নিশা চৌধুরীর অভিযোগ, “কাকিমা মায়ের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। মা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময় বলেছে। মায়ের সঙ্গে কাকিমা রোজ অশান্তি করত।”

Advertisement

অভিযুক্ত ছোট জা বিন্দু চৌধুরী বলেন, “সম্পত্তি নিয়ে ঝগড়া চলছে অনেক দিন ধরে। এর আগেও বড় জা অনেক বার আত্মহত্যার চেষ্টা করেছে ভয় দেখানোর জন্য। আজও নিজেই গায়ে আগুন দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আমরা কিছুই করিনি।”

ঠিক কী কারণে মীনা তাঁর গায়ে আগুন লাগিয়েছেন, তা খতিয়ে দেখতে বিন্দুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement