Accusations of Theft

দৃষ্টিহীন ছাত্রকে মারধরের নালিশ

বুধবার উত্তরপাড়ার মাখলা ব্লাইন্ড স্কুলের ঘটনা। মারধরের অভিযোগ অস্বীকার না করলেও এ নিয়ে কোনও মন্তব্য করেননি স্কুল কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১০:০৬
Share:

ছাত্রের বিরুদ্ধে স্কুলের বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরির অভিযোগ দেন শিক্ষিকা। —প্রতীকী চিত্র।

চুরির অপবাদের প্রতিবাদ করায় এক দৃষ্টিহীন ছাত্রকে মারধরের অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ, শিক্ষিকার পা ধরে ক্ষমা চেয়েও রেহাই মেলেনি। বুধবার উত্তরপাড়ার মাখলা ব্লাইন্ড স্কুলের ঘটনা। মারধরের অভিযোগ অস্বীকার না করলেও এ নিয়ে কোনও মন্তব্য করেননি স্কুল কর্তৃপক্ষ।

জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘‘বিষয়টি কানে আসতেই জেলার জনশিক্ষা দফতরের অধিকর্তার সঙ্গে কথা বলেছি। তদন্ত চলছে।’’

ওই ছাত্রের বিরুদ্ধে স্কুলের বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরির অভিযোগ দেন শিক্ষিকা। অভিভাবকদের দাবি, ছাত্রটি বলে, চুরি করে থাকলে তাকে পরীক্ষা করা হোক। এর পরেই তার কানে সপাটে চড় মারা হয়। প্রশ্ন, ছেলেটি দৃষ্টিহীন, ফলে শ্রবণশক্তির ক্ষতি হলে তার ভবিষ্যৎ কী হবে? অভিযুক্ত শিক্ষিকার বক্তব্য মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন