Ambulance Donated

স্ত্রীর স্মৃতিতে দুই এলাকায় অ্যাম্বুল্যান্স দান বৃদ্ধের

উলুবেড়িয়া ইএসআই হাসপাতালের পাশে সুজাতের বাড়ি। এই হাসপাতালে নানা কাজে ঠিকাদারি করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৯:১৪
Share:

ক্লাব সদস্যদের হাতে অ্যাম্বুল্যান্সের চাবি তুলে দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র ।

সদ্যপ্রয়াত স্ত্রীর স্মৃতিতে পাশাপাশি দুই ওয়ার্ডের দু’টি ক্লাবকে অ্যাম্বুল্যান্স দিলেন এক বৃদ্ধ। উলুবেড়িয়ার ২৮ নম্বর ওয়ার্ডের মুম্বই রোড লাগোয়া নিমদিঘির বাসিন্দা সুজাত মল্লিকের এই দানে খুশি এলাকাবাসী।

উলুবেড়িয়া ইএসআই হাসপাতালের পাশে সুজাতের বাড়ি। এই হাসপাতালে নানা কাজে ঠিকাদারি করেন তিনি। স্ত্রী অনুপমা এই হাসপাতালের নার্স ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত ২০ অক্টোবর মারা যান। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী-বিয়োগের পর থেকে বছর সত্তরের সুজাত বাড়িতে একাই থাকেন। সুজাতের বক্তব্য, ‘‘স্ত্রী ৪০ বছর ধরে নার্স হিসাবে মানুষের সেবা করেছেন। তাই ওঁর স্মৃতিতে অ্য়াম্বুল্যান্স দিলাম। যাতে অসুস্থ হলে মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছতে পারেন।’’

ছোট থেকে ২৮ নম্বর ওয়ার্ডের নিমদিঘি স্পোর্টিং ক্লাব এবং মুম্বই রোডের অপর দিকে ২৯ নম্বরওয়ার্ডের যদুরবেড়িয়ার সনাতন স্পোর্টিং ক্লাবে খেলাধুলো করে বড় হয়েছেন সুজাত। এই দুই ক্লাবের সদস্যদের হাতে গত রবিবার তিনি অ্যাম্বুল্যান্সের চাবি তুলে দেন। নিমদিঘি সংখ্যালঘু প্রধান এলাকা। যদুরবেড়িয়া মূলত হিন্দু প্রধান। নিমদিঘি স্পোর্টিংয়ের সম্পাদক শেখ সাদিক, সনাতন স্পোর্টিং ক্লাবের সম্পাদক দ্বিজেন অধিকারীদের বক্তব্য, দুই সম্প্রদায়ের মানুষের পাশে যে ভাবে দাঁড়ালেন সুজাত, ক্লাব-সহ এলাকার মানুষ তা ভুলবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন