Bharati Ghosh

‘দিদির দূত’দের হাতা-খুন্তি, ঝাঁটা, জুতো মারুন’, দিলীপের পর ভারতী-‘ঘোষ’ণা

বিজেপি নেত্রীর মন্তব্য, ‘‘দিদির দূতেরা বাংলার ভূত। গ্রামে ঢুকলে তাদের হাতা-খুন্তি, ঝাঁটা দিয়ে মারুন। যদি তা না থাকে তাহলে পায়ের জুতো থাকলে সেই জুতো খুলে মারুন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁকরাইল শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৭:৩২
Share:

সাঁকরাইলে বিজেপি নেত্রী ভারতী ঘোষের ‘নিদানে’ জোর বিতর্ক। —নিজস্ব চিত্র।

দিলীপ ঘোষের পর এ বার ভারতী ঘোষ। রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘দিদির দূত’কে কটাক্ষ করতে গিয়ে বিতর্ক ছড়াল বিজেপি নেত্রীর কথায়। রবিবার হাওড়ার সভা থেকে ‘দিদির দূত’দের হাতা-খুন্তি দিয়ে মারধরের নিদান দিলেন ভারতী। এমনকি, তাঁদের জুতোপেটা করারও কথা বললেন তিনি। এই মন্তব্যের তীব্র সমালোচনা করল তৃণমূল। ঘাসফুল নেতৃত্বের কটাক্ষ, ‘‘এটাই বিজেপির সংস্কৃতি।’’

Advertisement

সোমবার হাওড়ার সাঁকরাইলে উপস্থিত হন ভারতী। বিডিও অফিসের সামনে একটি ‘বিক্ষোভ সভা’র পর অফিসে স্মারকলিপি জমা দেন ভারতীরা। সেখানে বিজেপি নেত্রীর মন্তব্য, ‘‘দিদির দূতেরা বাংলার ভূত। গ্রামে ঢুকলে তাদের হাতা-খুন্তি, ঝাঁটা দিয়ে মারুন। যদি তা না থাকে তাহলে পায়ের জুতো থাকলে সেই জুতো খুলে মারুন।’’ তাঁর সংযুক্তি, ‘‘আগে আপনাদের পাওনা সুদ সমেত ফেরত দিতে বলুন। ওরা গ্রামে ঢুকলে চোরদের মতো তাড়া করুন।’’

ভারতীর অভিযোগ, দুর্নীতির সঙ্গে আষ্টেপিষ্টে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল। তাঁর কথায়, ‘‘তৃণমূল নেতারা বালি, কয়লা এমনকি, গরিব মানুষের চাকরিও লুট করে কোটি কোটি টাকা কামিয়েছেন। আর যাঁদের চাকরি পাওয়ার কথা, তাঁরা রাস্তায় বসে আছেন। তৃণমূল নেতারা এখন পুলিশ আর পাইলট নিয়ে ঘোরাফেরা করছেন। যদি ওদের সাহস থাকে তবে পুলিশ ছাড়া রাস্তায় বেরিয়ে দেখুক।’’

Advertisement

বিজেপি নেত্রীর এই মন্তব্য প্রসঙ্গে হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ কটাক্ষের সুরে বলেন, ‘‘আমরা যেখানে যাচ্ছি ফুল-মালা পাচ্ছি। জুতো জুটছে বিজেপির কপালে। মিথ্যা কথা বলে ভাঁওতাবাজি করছে বিজেপি। মানুষ যা বোঝার বুঝে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নে সাধারণ মানুষ খুশি। মুখ্যমন্ত্রী মানুষের জন্য এত জীবনমুখী প্রকল্প এনেছেন, যা আগে কোনও সরকার করেনি।’’

এর আগে মমতার সরকারের এই নতুন কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক লকেট চট্টোপাধ্যায়। তিনি ‘দিদির দূত’দের বেঁধে রাখার নিদান দিয়েছিলেন। এর পর একই রকম মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন