Special Intensive Revision

এ বার হাওড়া! এসআইআরের কাজের চাপে রাজ্যে আরও এক বিএলও অসুস্থ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সলপ-১ গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বিএলও অনির্বাণ। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর আগে তাঁর এক বিরল রোগ হয়েছিল এবং তাঁর চিকিৎসাও চলছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০১:৪৯
Share:

—প্রতীকী চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আরও এক জন বুথ স্তরের আধিকারিক (বিএলও)। এ বার হাওড়ায়। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাঁকুড়গাছি এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এ বিষয়ে তাঁর পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলের দাবি, কাজের চাপেই অনির্বাণ অসুস্থ হয়ে পড়েছেন।

Advertisement

তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সলপ-১ গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বিএলও অনির্বাণ। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর আগে তাঁর এক বিরল রোগ হয়েছিল এবং তাঁর চিকিৎসাও চলছিল। রাজীবের দাবি, এই অবস্থায় অনির্বাণ এসআইআরের কাজে অংশগ্রহণ করতে চাইছিলেন না। এই মর্মে তিনি নির্বাচন কমিশনকে অসুস্থতার কারণ এবং প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েও আবেদন জানিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তা শোনেনি বলে অভিযোগ ওই তৃণমূল নেতার। তিনি জানান, একেই অনির্বাণ অসুস্থ ছিলেন, তিনি ঠিক মতো হাঁটতে পারতেন না। তাঁর উপর এত কাজের চাপে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রাজীবের কথায়, “আমরা ঈশ্বরের কাছে প্রাথর্না করি অনির্বাণ যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement