Grave

কবর থেকে উধাও লাশ! ‘রহস্য’ কিনারার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ কমিটি

রবিবার কামালপুকুর গ্রামে কবর সংলগ্ন এলাকায় ছাগল চরাতে গিয়েছিলেন এক গ্রামবাসী। তখনই তিনি দেখতে পান একটি কবর খোঁড়া হয়েছে। সেখানে নেই কোনও দেহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২৩:২০
Share:

এই কবর থেকে থেকেই উধাও হয়েছে দেহ। — নিজস্ব চিত্র।

মরেও শান্তি নেই। বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিধানসভা এলাকা বলাগড়ের কবর থেকে উধাও হয়ে গেল মরদেহ। রহস্য কিনারার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে কবরস্থান কমিটি।

Advertisement

রবিবার কামালপুকুর গ্রামে কবর সংলগ্ন এলাকায় ছাগল চরাতে গিয়েছিলেন এক গ্রামবাসী। তখনই তিনি দেখতে পান একটি কবর খোঁড়া হয়েছে। সেখানে নেই কোনও দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সেখ বাবু জানের মৃত্যু হয়েছিল প্রায় আট মাস আগে। তাঁরই কবর থেকে চুরি হয়েছে লাশ।

মৃতের খুড়তুতো ভাই সেখ আজিজুল রহমান জানান, বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন দাদা। পড়ে যাওয়ার কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সত্তর বছর। ধর্মীয় রীতি মেনে তাঁকে কবর দেওয়া হয়েছিল। রবিবার জানা যায়, কবর খুঁড়ে কেউ বা কারা মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে। তিনি বলেন, ‘‘গ্রামে ভাল সিসি টিভি ক্যামেরার ব্যবস্থা নেই। তাই জানা যাচ্ছে না কারা এই কাজ করেছে।’’

Advertisement

বিষয়টি প্রকাশ্যে আসতে করব স্থানের কমিটির প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন। কমিটির সম্পাদক মীর জসীমউদ্দিন বলেন, ‘‘আমরা বিষয়টি জানতে পেরে বলাগড় থানার পুলিশকে জানাই। সোমবার লিখিত অভিযোগ দায়ের করেছি। এর আগে কোনও দিন এরকম ঘটনা ঘটেনি।’’ তিনি আরও বলেন, ‘‘এ রকম হলে যাঁরা মৃতদেহ কবর দেন তাঁরা ভয় পাবেন।’’ কমিটির দাবি, পুলিশ তদন্ত করে উদ্ধার করুক কে বা কারা কোন উদ্দেশে কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement