Tarkeshwar

Fake Doctor: তারকেশ্বর থেকে গ্রেফচার ভুয়ো দন্ত চিকিৎসক

বৃহস্পতিবার রাতে ওই চিকিৎসকের চেম্বারে হানা দেয় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তারকেশ্বর শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১২:৩০
Share:

তারকেশ্বর থানা। নিজস্ব চিত্র।

ত্রিবেণীর পর এ বার তারকেশ্বর। হুগলি জেলা থেকে ফের গ্রেফতার এক ভুয়ো চিকিৎসক। তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত গৌরীবাটি এলাকা থেকে ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে তারকেশ্বর থানার পুলিশ। পরিচয় ভাঙিয়ে চিকিৎসা করা ওই ব্যক্তির নাম হারাধন সামন্ত।

Advertisement

স্থানীয় মানুষ এবং ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের অভিযোগ পাওয়ার পর, বৃহস্পতিবার রাতে ওই চিকিৎসকের চেম্বারে হানা দেয় পুলিশ। অভিযুক্ত চিকিৎসক কোনও রেজিস্ট্রেশন নম্বর বা কোনও শংসাপত্র দেখাতে পারেননি। এর পরই পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,দন্ত চিকিৎসক হিসাবে বছর তিনেক ধরে চেম্বার চালাতেন ওই ভুয়ো চিকিৎসক। দাঁতের চিকিৎসার সব রকম সরঞ্জাম তাঁর চেম্বারে মজুত রয়েছে। বহু মানুষ তাঁর কাছে চিকিৎসাও করিয়েছিলেন।

সম্প্রতি বেশ কয়েক জন তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান। পাশাপাশি ডেন্টাল কাউন্সিল থেকেও অভিযোগ করেছিল। এর পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ধৃত চিকিৎসক জানিয়েছেন, তাঁর ওষুধের দোকান আছে। কোয়াক চিকিৎসক হিসাবে তিনি কাজ করতেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন