Theft Case

দোকান থেকে সোনা-রুপো গয়নার পাশাপাশি নগদ লুট হাওড়ায়! সিসিটিভি ক্যামেরা নষ্ট করার অভিযোগ

মঙ্গলবার সকালে দোকানের মালিক দোকানের শাটার খুলে দেখেন সব কিছু লন্ডভন্ড। এর পর খবর দেওয়া হয় নিশ্চিন্দা থানায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রচুর খালি গয়নার বাক্স বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২৩:০০
Share:

— প্রতীকী চিত্র।

গভীর রাতে গয়নার দোকানে চুরি। ঘটনাটি সোমবার হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা দশটি তালা কেটে দোকানের শাটার খুলে ভিতর থেকে প্রায় সাত লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না এবং নগদ টাকা লুট করে পালিয়ে যায়। এমনকি নষ্ট করে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরাগুলি। ফলে ধরা পড়েনি তাদের ছবি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে তারা।

Advertisement

মঙ্গলবার সকালে দোকানের মালিক দোকানের শাটার খুলে দেখেন সব কিছু লন্ডভন্ড। এর পর খবর দেওয়া হয় নিশ্চিন্দা থানায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রচুর খালি গয়নার বাক্স বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা ওই সোনার দোকানে চুরি করার আগে দোকানের আশপাশে লাগানো সমস্ত সিসিটিভির মুখ ঘুরিয়ে দেয়। এমনকি ক্যামেরার তারও কেটে দেওয়া হয়। শুধু তাই নয়, যাতে মানুষ বাইরে বার হতে না পারে, তার জন্য এলাকার প্রায় প্রতিটা বাড়ির সদর দরজা দড়ি দিয়ে বেঁধে দেয়। তার পর দোকানের তালা কেটে ঢুকে প্রথমেই সিসিটিভি ভেঙে দেয় এবং হার্ডডিস্কগুলি নিয়ে নেয় তারা। বেশ কিছু ক্ষণ ধরে লুটপাট চালিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

চুরির ধরন দেখে এলাকাবাসীর সন্দেহ দুষ্কৃতীরা বেশ কিছু দিন ধরে এলাকায় রেইকি করেছে। যার ফলে কোথায় সিসিটিভি লাগানো রয়েছে, তা আগে থেকেই জানত তারা।

Advertisement

তাই দোকানের ভিতরে বা বাইরের সিসিটিভিতে ক্যামেরায় তাদের ছবি পাওয়া যায়নি। নিশ্চিন্দা থানার পুলিশ তদন্ত শুরু করলেও এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের অভিযোগ প্রায় দেড়-দুই মাস ধরে এলাকার কয়েকটি সোনার দোকানে একই ভাবে চুরি হয়েছে। এ বিষয়ে সমবেত ভাবে থানায় লিখিত অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement