Kalidas Chatterjee

প্রয়াত রামকৃষ্ণ দেবের চতুর্থ বংশধর

১১ বছর বয়স থেকে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে যাতায়াত শুরু কালীদাসের। মন্দিরের পুরোহিতও ছিলেন দীর্ঘ দিন। কেন্দ্রীয় সরকারি চাকরিও করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৭:৫৯
Share:

কালীদাস চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রয়াত হলেন রামকৃষ্ণ দেবের চতুর্থ বংশধর কালীদাস চট্টোপাধ্যায়। আদ্যাপীঠের কাছে ইউএন মুখার্জি রোডে থাকতেন তিনি। গত ৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তাঁর মৃত্যু হয় একটি বেসরকারি নার্সিংহোমে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।

Advertisement

কালীদাসের দুই সন্তান। ছোট ছেলে বিশ্বনাথ চট্টোপাধ্যায় জানান, ‘‘মাসখানেক ধরে বাবা ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে।’’ কাশীপুরে রতনবাবুর ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় কালীদাসের। সেখানে রামকৃষ্ণ দেবের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল।

১১ বছর বয়স থেকে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে যাতায়াত শুরু কালীদাসের। মন্দিরের পুরোহিতও ছিলেন দীর্ঘ দিন। কেন্দ্রীয় সরকারি চাকরিও করতেন। অন্তত ১৫ হাজার ভক্ত রয়েছেন তাঁর। স্মৃতিচারণ করতে গিয়ে দীক্ষা নেওয়া এক শিষ্য শুভদীপ চক্রবর্তী বলেন, ‘‘অত্যন্ত হাসিখুশি মানুষ ছিলেন গুরুদেব। উনি বলতেন, নিয়ম বাঁধাধরা হয় না। যা করলে মন ও সমাজ ভাল হবে, সেটাই করা উচিত। শুধু ঠাকুর পুজো করলে হবে না। মা-বাবাকে সম্মান করতে হবে। তারাই আসল ঈশ্বর। রামকৃষ্ণ দেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের কথা বলতেন সকলকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement