Sharp Shooters Arrested

খুনের ঘটনায় হাওড়া থেকে ধৃত পঞ্জাবের তিন ‘শার্প শুটার’

কলকাতা ও হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ ডিসেম্বর পঞ্জাবের কবাডি খোলোয়াড় রানাবালা চৌর খুন হন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১০:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে ভিন্‌ রাজ্যে পালানোর ছক কষেছিল তারা। তার আগেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সাহায্যে পঞ্জাবের তিন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, তরণদীপ সিংহ এবংআকাশদীপ সিংহ। পঞ্জাবের এক কবাডি খেলোয়াড়কে খুনের ঘটনায় এই তিন অভিযুক্তকে খুঁজছিল সেই রাজ্যের এসটিএফ। রবিবার রাতে পঞ্জাব পুলিশ মারফত খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ হাওড়া স্টেশন থেকে তিন ‘শার্প শুটার’-কে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা পঞ্জাবের একটি দুষ্কৃতী-দলের মাথা (গ্যাংস্টার) লরেন্স বিষ্ণোইয়ের বিরোধী গোষ্ঠী ডনিবাল গ্যাংয়ের সদস্য।

কলকাতা ও হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ ডিসেম্বর পঞ্জাবের কবাডি খোলোয়াড় রানাবালা চৌর খুন হন। তদন্তে উঠে আসে, মূলত লরেন্সের বিরুদ্ধে বদলানিতেই তার ছত্রচ্ছায়ায় থাকা ওই কবাডি খেলোয়াড়কে খুন করে ডনিবালের দলের সদস্যেরা। এই খুনে সরাসরি জড়িত সন্দেহে পঞ্জাব পুলিশের এসটিএফের গোয়েন্দারা খুঁজছিলেন করণ, তরণদীপ ও আকাশদীপকে।

পঞ্জাব পুলিশের এসটিএফ সূত্রে জানা গিয়েছে, রানাবালাকে খুনের পরে তিন অভিযুক্ত প্রথমে দক্ষিণ ভারতে গা-ঢাকা দেয়। সেখান থেকে পশ্চিম ভারত ঘুরে চলতি মাসের প্রথম সপ্তাহে তারা এসে ঘাঁটি গাড়ে কলকাতার নিউ মার্কেটের কাছে একটি হোটেলে। সেখানে জাল পরিচয়পত্র দেখিয়ে ঘর নিয়েছিল তিন জন। পুলিশ জানায়, ওই হোটেলে দু’দিন থাকার পরে তিন দুষ্কৃতী পালায় উত্তরবঙ্গে। শিলিগুড়ি হয়ে সিকিম পৌঁছে গ্যাংটকে কয়েক দিন কাটানোর পরে তারা আবার হাওড়ায় ফিরে আসে। রবিবার হাওড়া থেকে ট্রেন ধরে অন্য রাজ্যে পালানোর ছক কষেছিল করণ, আকাশদীপ ও তরণদীপ। কিন্তু নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে তাদের স্টেশন থেকেই হাতেনাতে ধরে গোলাবাড়ি থানার পুলিশ।

এই তিন দুষ্কৃতীর গ্রেফতারির খবর পেয়ে সোমবার হাওড়ায় আসেন পঞ্জাব পুলিশের ডেপুটি সুপার (অপারেশনস) রাজন পরমিন্দর সিংহ। এ দিন হাওড়া আদালতের বাইরে দাঁড়িয়ে তিনি জানান, একটি খুনের ঘটনায় ওই তিন জনের খোঁজ চলছিল। কবাডি খেলোয়াড়কে খুন করার পরে তিন অভিযুক্ত পঞ্জাব থেকে পালিয়ে ঘন ঘন জায়গা বদলে পশ্চিমবঙ্গে এসে ঘুরে বেড়াচ্ছিল।

ওই পুলিশকর্তা বলেন, ‘‘হাওড়া আদালত থেকে তিন জনকে ট্রানজ়িট রিমান্ডে মোহালিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানকার আদালতে মঙ্গলবার তাদের পেশ করা হবে।’’ এ দিকে, নিউ মার্কেটের হোটেলে জাল পরিচয়পত্র দেখিয়ে ওই তিন দুষ্কৃতী কী ভাবে ঘর নিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এ বিষয়ে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের গাফিলতি খতিয়ে দেখা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন