Hooghly

কৃষকদের সমর্থনে টানা পথে বামেরা

হুগলি জেলা কৃষকসভা সূত্রের খবর, আজ, শনিবার বিকেলে মশাট বাজারে কেন্দ্রীয় সরকার দিল্লিতে আন্দোলনরত কৃষক নেতাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে যে আইনি পদক্ষেপ করছে, তার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ০৮:৩৪
Share:

কৃষি আইন বাতিলের দাবিতে শুক্রবার খানাকুলে ট্রাক্টর মিছিল। —নিজস্ব চিত্র

দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকতে সিপিএমের কৃষকসভা টানা কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিল। চলতি মাসের শেষ দু’দিন, অর্থাৎ, আজ ও কাল আন্দোলনের কর্মসূচিও হাতে
নিয়েছে তারা।
হুগলি জেলা কৃষকসভা সূত্রের খবর, আজ, শনিবার বিকেলে মশাট বাজারে কেন্দ্রীয় সরকার দিল্লিতে আন্দোলনরত কৃষক নেতাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে যে আইনি পদক্ষেপ করছে, তার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি হবে। রবিবার ডানকুনির কৃষ্ণপুর থেকে পাঁচঘরা হয়ে চণ্ডীতলার কাপাসহাড়িয়া পর্যন্ত মিছিল হবে। জেলা কৃষকসভার সম্পাদক ভক্তরাম পান বলেন, ‘‘আন্দোলনরত কৃষক-নেতাদের উপর কেন্দ্রের দমন-পীড়নের প্রতিবাদে এই প্রথম দেশের সব বিরোধী রাজনৈতিক দল এক হয়ে সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে। পাশাপাশি, আমরা ঠিক করেছি দিল্লিতে কৃষকদের সমর্থনে প্রতিদিন রাস্তায় থেকে নানা কর্মসূচি টানা চালিয়ে যাব।’’
কনকনে ঠান্ডা উপেক্ষা করে তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমানায় আন্দোলনে অনড় কৃষকেরা। তবে, ২৬ জানুয়ারি লালকেল্লায় ধর্মীয় সংগঠনের পতাকা তোলাকে কেন্দ্র করে বিতর্কের জেরে সেই আন্দোলন কোন পথে গড়াবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। তবে, আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না-হওয়া পর্যন্ত তাঁরা সরবেন না।হুগলি জেলার নাগরিকদের একাংশ মনে করছেন, কৃষি আইনের প্রভাব শুধু চাষিদের উপরে পড়বে, এমনটা নয়। এর ভালমন্দ ঘাড়ে এসে পড়বে সাধারণ মানুষের উপর। এর ক্ষতিকর প্রভাবে জনগণের নাভিশ্বাস উঠবে। পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করা হতে পারে বলেও তাঁদের আশঙ্কা। কৃষকসভা ছাড়াও হুগলিতে বিভিন্ন গণ-সংগঠনের কর্মীরাও নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। হুগলির বিভিন্ন গণ-সংগঠনের কর্মী এবং নাগরিকেরা মিলে সম্প্রতি ‘নয়া কৃষি আইন বিরোধী উদ্যোগ’ নামে একটি মঞ্চ গড়ে তুলেছেন। মঞ্চের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে গাড়ি-মিছিল করা হয় জেলার বিস্তীর্ণ অংশে।
‘শ্রীরামপুর নাগরিক উদ্যোগ’ও বসে নেই। নানা কর্মসূচি পালন করছে তারা। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে শুক্রবার সন্ধ্যায় রিষড়ায় মিছিল করে যুব কংগ্রেস। ওয়েলিংটন জুটমিলের সামনে থেকে মিছিল শুরু হয়। শেষ হয় গাঁধী সড়কে। মিছিল শেষে সভা হয়। পেট্রল-ডিজেলের দাম কমানোর দাবিও তোলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের নেতা-কর্মীরাও ওই কর্মসূচিতে
উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন