Howrah Fire Incident

ডুমুরজলা হেলিপ্যাডের কাছে গায়ে আগুন দিয়ে ছোটাছুটি ডানকুনির যুবকের! হুলস্থুল এলাকায়

পুলিশ সূত্রে খবর, জখম ওই যুবকের নাম মফিজুল মিদ্যা। বয়স ২৩-২৪ বছর। হুগলির ডানকুনির বাসিন্দা তিনি। তবে কী ভাবে এবং কোন সূত্রে তিনি ডুমুরজলা হেলিপ্যাডের কাছে গিয়েছিলেন এবং কী ভাবে অগ্নিদগ্ধ হলেন তা পরিষ্কার নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮
Share:

—প্রতীকী চিত্র।

অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তায় ছোটাছুটি করছেন এক যুবক। তাঁর আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসেছেন। তবে সকলে কিংকর্তব্যবিমূঢ় এবং বিস্মিত। শেষমেশ দূর থেকে জল ছুড়ে আগুন নেবালেন স্থানীয়েরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। ঘটনাস্থল হাওড়া সিটি পুলিশের অধীনস্থ ডুমুরজলা হেলিপ্যাড পার্শ্বস্থ রাস্তা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে নাগাদ ডুমুরজলা হেলিপ্যাডের কাছে রিং রোডে অগ্নিদগ্ধ অবস্থায় এক যুবক ছোটাছুটি করছিলেন। পথচারীরা থমকে যান। উদ্ধার করতে দৌড়ে যান স্থানীয় কয়েক জন বাসিন্দা। দূর থেকে জল ছিঁটিয়ে কোনও রকমে আগুন নেবান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। তারা যুবককে উদ্ধার করে ভর্তি করায় হাওড়া জেলা হাসপাতালে। সেখানকার বার্ন ইউনিটে চিকিৎসা চলছে যুবকের।

হাসপাতাল সূত্রে খবর, যুবকের শরীরের প্রায় আশি শতাংশই পুড়ে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জখম ওই যুবকের নাম মফিজুল মিদ্যা। বয়স ২৩-২৪ বছর। হুগলির ডানকুনির বাসিন্দা তিনি। তবে কী ভাবে এবং কোন সূত্রে তিনি ডুমুরজলা হেলিপ্যাডের কাছে গিয়েছিলেন এবং কী ভাবে অগ্নিদগ্ধ হলেন তা পরিষ্কার নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মফিজুল। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্তে চ্যাটার্জিহাট থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement