Kartik Puja

Kartik Puja: সব্জি বিক্রেতা শুভঙ্করের তৈরি কার্তিকই আরাধ্য চুঁচুড়ার বাজার কমিটির পুজোয়

হুগলি কলিজিয়েট স্কুল থেকে পাশ করে চন্দননগর সরকারি কলেজে পড়াশোনা করেন সব্জি বিক্রেতা শুভঙ্কর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৯:৩৬
Share:

নিজের তৈরি কার্তিকের সামনে শুভঙ্কর। নিজস্ব চিত্র।

পেশা কাঁচা সব্জি বিক্রি, নেশা ঠাকুর গড়া!

চুঁচুড়ার খরুয়া বাজারে উচ্ছে-বেগুন-পটল-মুলো বিক্রি করেন শুভঙ্কর দত্ত। কলেজে পড়েন। আবার শখে ঠাকুরও গড়েন। তাঁর তৈরি প্রতিমাতেই হয় স্থানীয় বাজার কমিটির কার্তিক পুজো

Advertisement

হুগলি কলিজিয়েট স্কুল থেকে পাশ করে চন্দননগর সরকারি কলেজে পড়াশোনা করেন শুভঙ্কর। তৃতীয় বর্ষের ছাত্র তিনি। বাবা মারা যাওয়ায় সব্জির দোকানের ভার পড়ে তাঁর উপর।

পড়াশোনার পাশাপাশি ব্যবসা সামলে অবসর সময়ে ঠাকুর তৈরি করে শুভঙ্কর। স্কুলে পড়ার সময় সরস্বতী প্রতিমা গড়তেন। স্থানীয় পুজো প্যান্ডালেও তা ঠাঁই পেত। এবারই প্রথম কার্তিক গড়েছেন তিনি।

Advertisement

বাজারে চলছে শব্জি বিক্রি।

স্থানীয় খরুয়া বাজার সমিতির উদ্যোগে পুজো হয়েছে শুভঙ্করের তৈরি কার্তিক। বৃহস্পতিবার বাজার কমিটির এক সদস্য বলেন, ‘‘পেশাদার মৃৎশিল্পী না হয়েও শুভঙ্কর এত সুন্দর ঠাকুর করে, যা তাক লাগিয়ে দেয়। কাঠামোয় খড় বাঁধা থেকে মাটি ধরানো, রং করা থেকে সাজসজ্জা, সবই নিজের হাতে করে। কোনও ব্যবসায়ীক উদ্দেশ্য ছাড়াই ভালবাসা থেকে ঠাকুর গড়ে সে।’’

শুভঙ্কর বলেন, ‘‘আমার তৈরি প্রতিমা এ বার পুজো হয়েছে বাজারে। ভোগের ব্যবস্থা করা হয়েছিল বাজার কমিটির পক্ষ থেকেই। ঠাকুর দেখে যখন কেউ প্রশংসা করেন, তখন খুব আনন্দ হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন