CPIM Brigade Rally

ব্রিগেডে হুগলি থেকে ৪০০ বাস

সাধারণ মানুষের রুটিরুজির প্রশ্ন এবং এসএসসি দুর্নীতি নিয়ে এ বারে ওই ব্রিগেড সমাবেশ হতে যাচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৬:১৫
Share:

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতী। নিজস্ব চিত্র।

সিপিএমের কৃষক, খেতমজুর ও শ্রমিক সংগঠনের ডাকে আজ, রবিবার ব্রিগেড সমাবেশ রয়েছে। হুগলিতে এর প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা সিপিএম নেতৃত্ব। এ বারে কোনও রকম বাধার সম্মুখীন হতে হয়নি বলে তাঁরা জানিয়েছে।

সাধারণ মানুষের রুটিরুজির প্রশ্ন এবং এসএসসি দুর্নীতি নিয়ে এ বারে ওই ব্রিগেড সমাবেশ হতে যাচ্ছে। ফলে, তরুণ সমাজকে এ বারে অনেক বেশি করে ব্রিগেডমুখী করা যাবে বলে সিপিএম নেতৃত্বের আশা। দলের জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, ‘‘জেলার চারটি মহকুমা থেকে ৪০০ বাস ভাড়া করা হয়েছে ব্রিগেডের জন্য। পাশাপাশি, ট্রেকার এবং ছোট গাড়িতেও অনেকে যাবেন। আগে দেখেছি, ব্রিগেড সমাবেশ হলে ডানকুনি টোল প্লাজ়া খুলে দেওয়া হয় বাড়তি গাড়ির চাপ সামাল দিতে। এ বারও সেটা হলে ভালই হবে।’’

দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, “আমাদের লক্ষ্য ছিল আরামবাগ থেকে ১০ হাজার মানুষ নিয়ে যাওয়া। কৃষিকাজের ব্যস্ততায় সেটা কিছুটা কমে হয়তো ৭-৮ হাজার হবে।”

চন্দননগর কমিশনারেট সূত্রের খবর, ব্রিগেডের পথে রাস্তায় যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য ডানকুনি টোল প্লাজ়া, এফসিআই মোড় এবং ডানকুনি চৌমাথায় বাড়তি পুলিশ এবং নজরদারি থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন