হাওড়া স্টেশনে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। — নিজস্ব চিত্র।
যাত্রী নিয়ে হাওড়া থেকে যাত্রা শুরু করল নয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। শুক্রবার যাত্রা শুরুর দিনেও তার সঙ্গী থাকল নিরামিষ খাবার নিয়ে বিতর্ক।
শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ নাগাদ হাওড়া স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল বন্দে ভারত। উপস্থিত ছিলেন হাওড়ার ডিআরএম নিশান্ত কপূর-সহ উচ্চপদস্থ আধিকারিকেরা।
ইতিমধ্যে নতুন ট্রেনের খাবারে শুধু নিরামিষ পদের খাবার থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। খাবার নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করলেও বিতর্কে নারাজ অনেকেই। যাত্রীদের অনেকেই মনে করছেন ট্রেন সফরে খাবার শুধু টস মাত্র ‘পার্ট অফ জার্নি’। শুক্রবার যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ট্রেন প্লাটফর্ম ছাড়ার আগে সেলফি তুলে প্রথম যাত্রাকে স্মরণীয় করে রেখেছেন অনেকে।
ডিআরএম জানিয়েছেন, যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই অত্যাধুনিক ট্রেন। তিনি বলেন, ‘‘ট্রেনে খাবার নিয়ে যে রাজনৈতিক চর্চা হচ্ছে সেই সম্পর্কে মন্তব্য করব না। তবে খাবার নিরামিষ হলেও তার মান যাতে ঠিক থাকে তাই যাত্রীদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে।’’