Hooghly Murder Case

খেলতে বেরিয়ে নিখোঁজ, ১২ ঘণ্টা পর প্রতিবেশীর বাড়ির দরজা ভেঙে উদ্ধার বালকের দেহ! শোরগোল

বৃহস্পতিবার বিকেলে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি বছর দশেকের শেখ রিয়ান। রাতভর তাকে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে গ্রামেই একটি তালাবন্ধ বাড়ি থেকে কম্বল জড়ানো অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৮:০৮
Share:

—প্রতীকী চিত্র।

শিশুদিবসে এক বালককে খুনের অভিযোগে উত্তেজনা হুগলির আরামবাগে। প্রায় ১২ ঘণ্টা নিখোঁজের পরে শুক্রবার মায়াপুর-১ গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙার মাদারতলা এলাকায় এক প্রতিবেশীর বাড়ি থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। খুনে অভিযুক্ত ব্যক্তি পলাতক।

Advertisement

জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি বছর দশেকের শেখ রিয়ান। রাতভর তাকে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে গ্রামেই একটি তালাবন্ধ বাড়ি থেকে কম্বল জড়ানো অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ।

রিয়ানের বাবা শেখ রুমজান ছোট ব্যবসায়ী। মা রোজিয়া বেগম বাড়ি সামলান। পুত্রের খুনে দম্পতি আঙুল তুলেছেন স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি চামড়ার গোডাউনে কাজ করতেন। যে বাড়ি থেকে রিয়ানের দেহ মিলেছে, সেটি তাঁরই। অভিযোগ, রিয়ানকে খুন করে ঘরে তালা দিয়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু কী কারণে তিনি খুন করতে পারেন, তা নিয়ে কিছু বলছে না পরিবার। তবে অভিযোগ, আগে একাধিক অসামাজিক কাজে নাম জড়িয়েছে ওই ব্যক্তির। পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে। পুত্রহারা রোজিয়া বলেন, ‘‘পিঠে বানিয়েছিলাম। (বৃহস্পতিবার) বিকেলে দুটো পিঠে খেয়ে খেলতে বেরিয়েছিল ছেলে। তার পর থেকে ওকে আর খুঁজে পাইনি। সারা রাত পুলিশ খোঁজাখুঁজি করেও পায়নি। আজ ওকে পাওয়া গেল। কিন্তু মৃত অবস্থায়।’’

Advertisement

শুক্রবার দুপুরে আরামবাগ থানার আইসি রাকেশ সিংহ বাহিনী নিয়ে ছেলেটির খোঁজ শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহের কথা জেনে তাঁরা একটি তালাবন্ধ বাড়িতে হাজির হন। ঘটনাক্রমে তালা ভেঙে ঘরে ঢুকে কম্বল চাপা অবস্থায় বালকের দেহ উদ্ধার হয়। এর পরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ইতিমধ্যে রিয়ানের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরামবাগ মেডিক্যাল কলেজে। হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘‘অভিযুক্তের বাড়ি থেকে মৃতেদহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত পালিয়েছে বটে, তবে পুলিশ তাকে তাড়াতাড়ি ধরে ফেলবে। কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement