Howrah

যুব সিপিএমের মিছিলে পুলিশের হোমগার্ডকে চড়়, হেলমেট ধরে টানাটানি! অস্বীকার করলেন মিনাক্ষী

বুধবার হাওড়ায় ডিওয়াইএফআই কর্মীরা মিছিল করে জেলা পরিষদের দফতরের দিকে এগোতে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তির সময় এক হোমগার্ডকে চড় মারা হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৯:৫০
Share:

ডিওয়াইএফআই-এর মিছিলে পুলিশকে চড় মারার অভিযোগ। নিজস্ব চিত্র।

হাওড়া সিটি পুলিশের এক হোমগার্ডকে চড় মারার অভিযোগ উঠল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার দুপুরে হাওড়ায় ডিওয়াইএফআই কর্মী-সমর্থকেরা মিছিল করে জেলা পরিষদের দফতরের দিকে এগোতে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তির সময় এক হোমগার্ডকে চড় মারা হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘যিনি মারলেন, যিনি মার খেলেন, তাঁদের কাউকেই আমরা চিনি না। আমাদের সংগঠনের কেউ নন তাঁরা।’’

Advertisement

ডিওয়াইএফের মিছিলের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, মিছিলে বাধা দিতে গেলে এক হোমগার্ডের গালে চড় মারেন এক ব্যক্তি। হোমগার্ডের হেলমেট ধরেও টানাটানি করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে মিনাক্ষী বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আজকাল নানান যাত্রাপালা চলছে। কে কখন কী বলছে, বুঝতে পারি না। তবে এই যাত্রাপালার যবনিকা খুব শীঘ্রই পতন হবে।’’

বুধবার হাওড়া জেলা পরিষদ অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই। সিপিএমের যুব সংগঠনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মীনাক্ষী। বেলার দিকে হাওড়া স্টেশন চত্বরে জমায়েত করেন সংগঠনের কর্মী-সমর্থকেরা। সেখান থেকেই শুরু হয় মিছিল। বঙ্কিম সেতুর নীচে সেই মিছিল আটকে দেয় পুলিশ। সেই সময় ডিওয়াইএফআই কর্মী-সমর্থকেরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের গোলমাল বাধে।

Advertisement

পুলিশের গায়ে হাত তোলার অভিযোগের প্রেক্ষিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘কী হয়েছিল, সেটা ঘটনাস্থলে যাঁরা ছিলেন, তাঁরাই বলতে পারবেন। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। আমরা দেখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন