Padma Shri Award 2026

‘পুরস্কার পাওয়া মানেই ভাল কাজের উৎসাহ মেলা’, মন্তব্য পদ্মপ্রাপক হাওড়ার সন্তুরবাদক তরুণ ভট্টাচার্যের

মধ্য হাওড়ার নিধিরাম মাঝি লেনে জন্ম তরুণের। বাবা ছিলেন সেতারবাদক। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় হাওড়ার চৌধুরী পাড়া লেনে চলে আসেন। বাড়িতেই তৈরি হয় ‘সাঁতরাগাছি মিউজ়িক অ্যাকাডেমি’। সেখানে হত নিয়মিত গানবাজনার চর্চা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৬:২১
Share:

তরুণ ভট্টাচার্য। — নিজস্ব চিত্র।

পদ্মশ্রী পাচ্ছেন সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য। চলতি বছরের পদ্মপ্রাপকদের তালিকা রবিবার প্রকাশিত হয়েছে। তালিকায় তাঁর নাম শোনার পর তরুণ বলেন, “পুরস্কার পাওয়া মানেই উৎসাহ পাওয়া। আরও ভাল করে কাজ করতে পারব।”

Advertisement

মধ্য হাওড়ার নিধিরাম মাঝি লেনে জন্ম তরুণের। বাবা ছিলেন সেতারবাদক। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় হাওড়ার চৌধুরী পাড়া লেনে চলে আসেন। বাড়িতেই তৈরি হয় ‘সাঁতরাগাছি মিউজ়িক অ্যাকাডেমি’। সেখানে হত নিয়মিত গানবাজনার চর্চা।

বর্তমানে তরুণ কলকাতায় থাকেন। সন্তুর আশ্রম বলে তার একটি অ্যাকাডেমি রয়েছে। হাওড়ার বাড়িতে প্রায়ই আসা যাওয়া করেন তিনি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সঙ্গীতের জগৎ হল সমুদ্র। এখানে শেখার কোনও শেষ নেই। পুরস্কার পাওয়া মানে উৎসাহ পাওয়া। কাজে সাফল্য আসছে এটা বোঝা যায়। শ্রোতাদের মনে পৌঁছে যাবার অনুভূতি উপলব্ধি হয়। আরও ভাল করে কাজের ইচ্ছা বেড়ে যায়।”

Advertisement

তরুণের ভাই অরুণ ভট্টাচার্য বলেন, “ছোট থেকেই দাদার তবলা, সরোদ, সন্তুরের প্রতি ঝোঁক ছিল। পরে অবশ্য সন্তুরকেই বেছে নেন। দিনরাত এক করে সন্তুর বাজাতেন। এই স্বীকৃতি সত্যিই দরকার ছিল।” তরুণের কাকিমা সাবিত্রী ভট্টাচার্য বলেন, “ভীষণ ভাল লাগছে। ওঁর বাবা-মা বেঁচে থাকলে কত খুশি হতেন।”

রীতি মেনে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এ বছরের পদ্মসম্মানপ্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্র। এ বছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাচ্ছেন মোট ১৩১ জন। তাঁদের মধ্যে ১১ জন বঙ্গভাষী ও বঙ্গবাসী রয়েছেন। তবে এই ১১ জনের প্রত্যেকেই পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। পশ্চিমবঙ্গের কেউ এ বারের পদ্মবিভূষণ ও পদ্মভূষণ প্রাপকের তালিকায় স্থান পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement