প্রতীকী ছবি।
হাওড়ায় বহুতল থেকে পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। তার নাম অভয় পোরেল। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বালটিকুরীর নস্কর পাড়ায়।
স্থানীয় সূত্রে খবর, বহুতলের চারতলায় বাবা-মায়ের সঙ্গে থাকত শিশুটি। জানলা খোলা ছিল। পাশেই খেলছিল সে। সেই সময়েই জানলা গলে নীচে পড়ে যায় শিশুটি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয়দের অভিযোগ, বহুতলের একেবারে উপরতলায় টিনের ছাউনি দিয়ে ঘরটি বানানো হয়েছিল। জানলা থাকলেও কোনও গ্রিল ছিল না। এ মাসেই ওই পরিবারের ঘর ছাড়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, নিয়ম লঙ্ঘন করে এই ঘর বানিয়েছিলেন বাড়ির মালিক। এ ভাবে ঘর বানানো যায় না বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। বাড়ির মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়েরা।
হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, বাড়িটি অবৈধ কি না খতিয়ে দেখেছি। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।’’ এই ঘটনা প্রসঙ্গে হাওড়ার প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মণ্ডল জানিয়েছেন, ঘরটি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।