Youtuber's Marriage

ভালবাসা দিবসের চমক! ইউটিউবার বিয়ে করতে গেলেন মাটি কাটার যন্ত্রে চেপে, হুগলিতে হুলস্থুল

হুগলির খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল। পাত্রী পায়েল সাধুখাঁ বুনোকালীতলার বাসিন্দা। আট বছর আগে দু’জনের প্রথম আলাপ হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে-তে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০০
Share:

পে-লোডার (মাটি কাটার যন্ত্র)-এ চেপে বিয়ে করতে যাচ্ছে বর। —নিজস্ব চিত্র।

রাত পোহালেই ভালবাসার দিন, ‘ভ্যালেন্টাইন্স ডে’। তার তার আগে অভিনব ভাবে চমক দিলেন হুগলির এক ইউটিউবার। ঘোড়ার গাড়ি, পালকি, এমনকি, গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায়। তবে পে-লোডার (মাটি কাটার যন্ত্র)-এ চেপে বিয়ে করতে যাওয়াটা অভিনব! আর তাতেই আলোচনায় ওই ইউটিউবার কুন্তল সাহা।

Advertisement

হুগলির খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল। পাত্রী পায়েল সাধুখাঁ বুনোকালীতলার বাসিন্দা। আট বছর আগে দু’জনের প্রথম আলাপ হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে-তে। মনের মানুষকে প্রেম দিবসের আগে বিয়ে করতে যাওয়ার আগে ‘গাড়ি’তেই চমক দিলেন কুন্তল। নিতবর-সহ বর বসেছেন পে লোডারের সামনে। তার সামনে-পিছনে ব্যান্ড পার্টির সঙ্গে যাচ্ছে বরযাত্রী। খাদিনা মোড় থেকে যখন চুঁচুড়া তোলা ফটকের দিকে টোপর মাথায় দিয়ে মাটি কাটার যন্ত্রে চেপে বর যাচ্ছে, তখন তাঁকে দেখতে রাস্তার দু’পাশে লোক দাঁড়িয়ে পড়েছে। অনেকে হাসাহাসি করছেন, কেউ বা অবাক!

বরের অবশ্য এ সবে ভ্রুক্ষেপ নেই। ওই ইউটিউবার বলেন, ‘‘মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয় না। আমার পরিবার বন্ধু-বান্ধব আনন্দ পাচ্ছে। রাস্তায় যাঁরা দেখছেন তাঁরা আনন্দ পাচ্ছেন এটাই অনেক। কে কী ভাবল, কে ট্রোল করল, আমি ও সব নিয়ে ভাবছি না।’’ বরের ঘনিষ্ঠেরা জানিয়েছেন, বিয়েকে মনে রাখার মতো করার জন্য আগে থেকেই ওই ইউটিউবার এই পরিকল্পনা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement