চণ্ডীতলায় দুর্ঘটনার পরে। ছবি: দীপঙ্কর দে।
দু’দিনে হুগলিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। তার মধ্যে একজন শিশুও হয়েছে। জখম হয়েছেন একজন। মঙ্গলবার সন্ধ্যায় একটি দুর্ঘটনা ঘটেছে রিষড়ার আর কে রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর কে রোডটি ঘিঞ্জি। ওই দিন মহম্মদ ফাইজল (৬) বাড়ির কাছেই খেলছিল। হঠাৎ একটি টোটো তাকে ধাক্কা মারলে তার মাথায় আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়না তদন্তে পাঠায় শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, টোটোটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চালককে।
ওই দিন রাতে আরামবাগের পল্লিশ্রীতে দ্বারকেশ্বর নদের সেতুর উপর লরির ধাক্কায় মৃত্যু হয় শঙ্করচন্দ্র দলুই (৬৭) নামে এক বৃদ্ধের। বাড়ি স্থানীয় কালীপুর। তিনি হেঁটে আরামবাগ সেতু দিয়ে বাড়ি ফিরছিলেন। লরির ধাক্কায় তিনি গুরুতর জখম হন। স্থানীয় মানুষ তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায়। লরিটি আটক করেছে। চালক পলাতক। অন্য দিকে, বুধবার সকালে চণ্ডীতলার অহল্যাবাই রোডের শিয়াখালায় পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ট্রাক চালকের। মৃতের নাম শেখ বাবু (৩৪)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস এলাকায়। পুলিশ জানায়, এই দুর্ঘটনায় ডাম্পার চালককে আশঙ্কাজনক অবস্থায় ডানকুনির একটি নার্সিংহোম ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার উপর সার দিয়ে ট্রাক দাঁড়িয়ে থাকার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ দিনের দুর্ঘটনার জেরে অহল্যাবাই রোডে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।