বাইপাসের দাবিতে অবরোধ উলুবেড়িয়ায়

বাইপাসের দাবিতে মুম্বই রোড অবরোধ করলেন গ্রামবাসীরা। শুক্রবার বিকেলে উলুবেড়িয়ার মহিষরেখায় অবরোধ শুরু হয় সাড়ে তিনটে নাগাদ। চলে প্রায় এক ঘণ্টা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৮
Share:

বাগনানে মহিষরেখায় মুম্বই রোডে অবরোধ।—নিজস্ব চিত্র।

বাইপাসের দাবিতে মুম্বই রোড অবরোধ করলেন গ্রামবাসীরা। শুক্রবার বিকেলে উলুবেড়িয়ার মহিষরেখায় অবরোধ শুরু হয় সাড়ে তিনটে নাগাদ। চলে প্রায় এক ঘণ্টা। জাতীয় সড়ক সংস্থার সঙ্গে আলোচনা করে পুলিশের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ ওঠে।

Advertisement

মহিষরেখায় দামোদরের উপরে একটি নতুন সেতু তৈরি করছে জাতীয় সড়ক সংস্থা। সেতুতে ওঠার জন্য একটি সার্ভিস রোড তৈরি করছে তারা। রাস্তাটি তৈরি হলে নহলা, কালিকাপুর, মাধবপুর, মুর্গাবেড়িয়া, মহিষরেখা প্রভৃতি এলাকার বাসিন্দাদের যাতায়াতে অসুবিধা হবে বলে জানান গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, বর্তমানে বাস বা গাড়ি থেকে নেমে যে রাস্তা দিয়ে তাঁরা মুম্বই রোড পারাপার করেন সেটিকেই উঁচু করে নির্মীয়মাণ নতুন সেতুর সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। রেলিং দিয়ে ঘিরেও দেওয়া হচ্ছে রাস্তাটি। ফলে বাস বা গাড়ি থেকে নেমে মুম্বই রোড পার হয়ে বাড়ি ফেরা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে বলে জানান গ্রামবাসীরা। এ দিন কয়েকশো গ্রামবাসী বিক্ষোভে সামিল হন। জাতীয় সড়ক সংস্থার যে সব কর্মী কাজ করছিলেন তাঁরা ভয়ে পালিয়ে যান। তবে পুরো রাস্তা না আটকে খড়্গপুরের দিকের লেনটি বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।

বিক্ষোভে সামিল বাঙালপুর পঞ্চায়েতের প্রধান আশিক রহমান বলেন, ‘‘আমাদের দাবি, নির্মীয়মাণ নতুন সেতুর পাশেই একটি বাইপাস তৈরি করতে হবে। অথবা বিকল্প উপায় বের করতে হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন