পুকুর বাঁচাতে বিক্ষোভ

দুষ্কৃতীদের হাত থেকে পুকুর বাঁচানোর দাবিতে কোন্নগর পুর-এলাকার কয়েকশো বাসিন্দা সোমবার বিক্ষোভ দেখালেন এডিএম (ভূমি ও ভূমি সংস্কার) আয়েশা রানীর দফতরে। তাঁকে স্মারকলিপিও দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:০৬
Share:

—নিজস্ব চিত্র।

দুষ্কৃতীদের হাত থেকে পুকুর বাঁচানোর দাবিতে কোন্নগর পুর-এলাকার কয়েকশো বাসিন্দা সোমবার বিক্ষোভ দেখালেন এডিএম (ভূমি ও ভূমি সংস্কার) আয়েশা রানীর দফতরে। তাঁকে স্মারকলিপিও দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, ওই পুরসভার ১৮, ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডের কোতরং ২ নম্বর কলোনিতে ১১টি পুকুর রয়েছে। সম্প্রতি এক ব্যক্তিকে ওই সমস্ত পুকুরের লিজ দেয় প্রশাসন। এর পরেই আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকার কিছু লোককে সামনে রেখে দুষ্কৃতীরা পুকুর দখলের দখলের চেষ্টা করছে। লিজ বাতিলের দাবি তোলেন বাসিন্দারা। ওই সমস্ত পুকুরে দীর্ঘদিন ধরে কমিটি গড়ে মাছ চাষ করে আসছেন বাসিন্দারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement