গুলি-কাণ্ডের তদন্তে পুলিশি হেনস্থার অভিযোগ

হাওড়ার শিবপুরে গুলি চালানোর ঘটনায় এ বার অভিযোগকারীদেরই পুলিশ হয়রান করছে বলে অভিযোগ উঠেছে। সশস্ত্র হামলা চালানোর অভিযোগে গত দু’দিনে পুলিশ ওই পরিবারের তিন জনকে গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০০:২৮
Share:

হাওড়ার শিবপুরে গুলি চালানোর ঘটনায় এ বার অভিযোগকারীদেরই পুলিশ হয়রান করছে বলে অভিযোগ উঠেছে। সশস্ত্র হামলা চালানোর অভিযোগে গত দু’দিনে পুলিশ ওই পরিবারের তিন জনকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। অভিযোগকারী পরিবারের দাবি, গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার না করে পুলিশ তাদের উপরে জুলুম করছে। বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে পরিবারের সদস্যদের।

Advertisement

গত শুক্রবার গভীর রাতে ওই এলাকার কংগ্রেস নেতা জাভেদ কুরেশির বাড়িতে ২০-২৫ জন সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। গোটা বাড়ি

ঘিরে ফেলে ওই দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে পুলিশের কাছে অভিযোগে জানানো হয়েছে। ওই ঘটনায় দুই মেয়েকে নিয়ে কোনওক্রমে প্রাণে বেঁচে যান জাভেদের ছোট ভাই নাদিম আখতারের স্ত্রী রফতার জাহান।

Advertisement

বাড়িতে হামলার সেই ঘটনায় ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী শামিম আহমেদ ওরফে বড়ে-সহ ১১ জনের বিরুদ্ধে চারটি জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হয়।

জাভেদ কুরেশির বিরুদ্ধেও পাল্টা অভিযোগ দায়ের করে বড়ের লোকজন। ঘটনার পরের দিন বড়ে ও তার এক শাগরেদকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু তার পরে এক সপ্তাহ কেটে গেলেও বাকিদের এক জনও ধরা পড়েনি।

অন্য দিকে, বৃহস্পতিবারই পুলিশ জাভেদ কুরেশিকে খুঁজে না পেয়ে তাঁর ছোট ভাই নাদিম

আখতারকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর বিয়েতে শ্বশুরবাড়ি থেকে দেওয়া ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি গাড়িও।

পুলিশ সূত্রের খবর, ওই দিনই হাওড়া সিটি পুলিশ ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে আরিফ

কুরেশি ও শাকিল খান নামে আরও দু’জনকে। আরিফ জাভেদের ভাই ও শাকিল এলাকার যুবক। জাভেদ এ দিন বলেন, ‘‘কেন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করে আমার পরিবারকে হেনস্থা করছে, জানি না। অথচ, ওরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’’

হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘দু’পক্ষই লিখিত

অভিযোগ করেছে। তাই জড়িতদের সকলকেই একে একে ধরা হবে। তল্লাশি চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন