খাল সংস্কারের সময়ে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ

দীর্ঘ দিন আবর্জনা জমে বুজতে বসেছিল খাল। অনেক আবেদনের পরে সেই খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দফতর। কিন্তু অভিযোগ, টেন্ডার ছাড়াই সংস্কারের সময়ে ওই খাল পাড়ের অধিকাংশ গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এর জন্য কোনও টেন্ডার হয়নি। এমনই অভিযোগ উঠেছে মন্দিরবাজারে ব্লকের জগদীশপুর পঞ্চায়েতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মন্দিরবাজার শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৯
Share:

কেটে রাখা হয়েছে গাছ। ছবি: দিলীপ নস্কর।

দীর্ঘ দিন আবর্জনা জমে বুজতে বসেছিল খাল। অনেক আবেদনের পরে সেই খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দফতর। কিন্তু অভিযোগ, টেন্ডার ছাড়াই সংস্কারের সময়ে ওই খাল পাড়ের অধিকাংশ গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এর জন্য কোনও টেন্ডার হয়নি। এমনই অভিযোগ উঠেছে মন্দিরবাজারে ব্লকের জগদীশপুর পঞ্চায়েতে।

Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ভাবে ওই খালটি ‘মন্দিরবাজার খাল’ নামে পরিচিত। সেটি স্থানীয় দক্ষিণ বিষ্ণুপুর থেকে হটুগঞ্জ হয়ে ডায়মন্ড হারবারের হুগলি নদীর সঙ্গে মিশেছে। সংস্কার না হওয়ায় খালটির নাব্যতা দিন দিন কমছিল। কয়েক সপ্তাহ আগে যন্ত্রের মাধ্যমে খালটির সংস্কার কাজ শুরু হয়। সেই কাজ চলার সময়েই খাল-সংলগ্ন জমি থেকে অধিকাংশ গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনও অনুমতি ছাড়াই গাছ কাটা চলছে। স্থানীয় বাসিন্দা তথা কংগ্রেস নেতা দেবপ্রসাদ মণ্ডলের অভিযোগ, ‘‘কয়েক কিলোমিটার খাল সংস্কারের কাজ হচ্ছে। খাল সংলগ্ন জমি থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার গাছ কেটে নেওয়া হয়েছে। গাছগুলি পঞ্চায়েত থেকেই বসানো হয়েছিল। পুরো বিষয়টি ব্লক প্রশাসন ও বন দফতরকে জানিয়েছি।’’যদিও টেন্ডার ছাড়া গাছ কেটে নেওয়ার অভিযোগ মানেননি জগদীশপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দিলীপ হালদার। তাঁর পাল্টা দাবি, ‘‘যাঁদের গাছ তাঁরাই কেটে নিচ্ছে। কারণ খাল সংলগ্ন কিছু জমি ব্যক্তি মালিকানাধীন। এর বেশি কিছু বলতে পারব না।’’ মন্দিরবাজারের বিডিও অচিন্ত্য ঘোষ বলেন, ‘‘টেন্ডার ছাড়া গাছ কাটা হচ্ছে এই অভিযোগ ঠিক নয়। গাছ কাটার বিষয়টি বন দফতরে চিঠি লিখে জানিয়েছিলাম। তবে খালে মেশিন নামানোর সময়ে কিছু গাছ কাটা হতে পারে।’’ বন দফতরের এক কর্তা আনন্দবাজারের থেকে এই অভিযোগ শুনে জানান, অভিযোগ এখনও হাতে না এলেও ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন