সেরা অ্যাথলিট অনিক, পল্লবী

চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল ৭ ও ৮ জানুয়ারি। শহিদ কা‌নাইলাল ক্রীড়াঙ্গ‌নে ১৩৭টি ইভেন্টে প্রতিযোগীর সংখ্যা ছিল ৩৯০ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দননগর শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০০:৪২
Share:

চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল ৭ ও ৮ জানুয়ারি। শহিদ কা‌নাইলাল ক্রীড়াঙ্গ‌নে ১৩৭টি ইভেন্টে প্রতিযোগীর সংখ্যা ছিল ৩৯০ জন। উদ্বোধক ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। মেয়েদের মধ্যে সেরা হয়েছে সন্তান সঙ্ঘের পল্লবী হালদার। ছেলেদের বৌবাজার সেন্ট্রাল ক্লাবের অনিক দাস সেরা হয়। বর্ষসেরা অ্যাথলিটের শিরোপা উঠেছে ওই ক্লাবেরই প্রিয়ঙ্কা যাদবের মাথায়। ১৫টি ইভেন্টে মিট রেকর্ড হয়েছে। ছেলেদের ১০০ মিটার দৌড়ে অনিক (১১ সেকেন্ড) এবং অনূর্ধ্ব ২০ মেয়েদের বিভাগে ১০০ মিটার দৌড়ে পল্লবী (১৩.২৫ সেকেন্ড) রেকর্ড করেছে। এ ছাড়া, অনূর্ধ্ব ১২ বালকদের লংজাম্পে সন্তান সঙ্ঘের সৌরভ বৈদ্য, অনূর্ধ্ব ১৬ বিভাগে বয়েজ অ্যাথলেটিক ক্লাবের অমিত্র ঘোষ লংজাম্প এবং রানে রেকর্ড করেছে‌। শটপাটে সুরজিৎ সরুল (অনূর্ধ্ব ১৪), সন্তান সঙ্ঘের শেখ মোরশেদ আলি (অনূর্ধ্ব ১৬), বৌবাজার সেন্ট্রালের অয়ন মুখোপাধ্যায় (অনূর্ধ্ব ২০), ১৫০০ মিটার দৌড়ে বয়েজ স্পোর্টিংয়ের পঙ্কজ মণ্ডল (অনূর্ধ্ব ১৮), তাঁর সতীর্থ রাহুল থান্দার ১০০ মিটার দৌড়ে ভাল ফল করেছেন। অনূর্ধ্ব ১৬ লংজাম্পে নতুন রেকর্ডের (৬.৭৪ মিটার) মালিক বৌবাজার সেন্ট্রাল ক্লাবের পিন্টু পাল। আর অনূর্ধ্ব ১৬ মেয়েদের জ্যাভলিন থ্রো-তে ‌(১৭.১০ মিটার) রেকর্ড করেছে নিউ স্পোর্টিং ক্লাবের শ্বেতা কুণ্ডু। মহিলাদের জ্যাভলিনে সন্তান সঙ্ঘের অদিতি অধিকারী এবং শটপাটে একই ক্লাবের রিনি দাস, অনূর্ধ্ব ১৮ মেয়েদের শটপাটে সন্তান সঙ্ঘের মামনি দাস রেকর্ড করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন