ভাবাদিঘিতে আইনজীবীদের দল

সহায়তার আশ্বাস

দিঘি বাঁচাতে এ বার আইনজীবীদের কাছে ক্ষোভ প্রকাশ করলেন ভাবাদিঘির আন্দোলনকারীরা। ক্ষোভ মুখ্যমন্ত্রীর তৎপরতা নিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোঘাট শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০২:১১
Share:

দলবেঁধে: ভাবাদিঘিতে আইনজীবীরা। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

দিঘি বাঁচাতে এ বার আইনজীবীদের কাছে ক্ষোভ প্রকাশ করলেন ভাবাদিঘির আন্দোলনকারীরা। ক্ষোভ মুখ্যমন্ত্রীর তৎপরতা নিয়ে।

Advertisement

তাঁর স্বপ্নের তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পে গোঘাটের ভাবাদিঘি-জট কাটাতে বুধবারই বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ের সুরে জানিয়েছিলেন, ওখানে প্রকল্পের কাজ হবে। ওই রেলপথ নিয়ে কোনও আপস তিনি করবেন না। তা শুনেও আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড় থাকার মনোভাবই প্রকাশ করেছিলেন। বৃহস্পতিবার ভাবাদিঘিতে ‘সারা ভারত আইনজীবী ইউনিয়ন’-এর রাজ্য কমিটির ৫৩ জনের প্রতিনিধি দলকে সামনে পেয়ে আন্দোলনকারীরা ফের মুখ্যমন্ত্রীর তৎপরতা নিয়ে ক্ষোভ উগরে দেন। আইনজীবীরা তাঁদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

কৃষ্ণা রায়, দেবু পণ্ডিত, ঝর্না দাস, বিমলা দাসদের মতো আন্দোলনকারীরা অভিযোগ তোলেন, ‘‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখানে কিছু দেখছেন না। দিঘির উপর দিয়ে ট্রেন চালাতে চাইছেন। এটা কি তাঁর নিজের সম্পদ? নাকি কেনা?” ফের চ্যালেঞ্জের সুরে আন্দোলনকারীরা বলেন, ‘‘আমরাও বলে দিচ্ছি, দিঘির উপর দিয়ে রেল যাবে না। তিনি জোর করলে আমাদের মৃতদেহের উপর দিয়ে রেল নিয়ে যেতে হবে। ট্রেন যাক দিঘি বাঁচিয়ে।”

Advertisement

এ দিন বেলা দেড়টা নাগাদ আইনজীবীরা ভাবাদিঘি পৌঁছন। আন্দোলনকারীদের সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেন। দিঘি এবং প্রস্তাবিত রেলপথের অবস্থান সরেজমিনে দেখেন তাঁরা। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অরিন্দম ভট্টাচার্য বলেন, ‘‘ভাবাদিঘির মানুষের সঙ্গে কথা বলা এবং তাঁদের আন্দোলনটা বোঝার জন্যই আমরা এসেছি। আন্দোলনকারীদের দাবির সঙ্গে আমরা সহমত। সব ধরনের আদালতে তাঁদের আইনি সহায়তা দিতে আমরা থাকব। আন্দোলনের কথা সর্বত্র ছড়িয়ে দেব।’’

আইনজীবীদের এই সংগঠনটিরই সর্বভারতীয় সভাপতি সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। ভাবাদিঘি আসার পথে গত ১ এপ্রিল যাঁর উপরে উল্লাসপুরে হামলা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ জানাতেও তাঁরা এসেছেন বলে আইনজীবীরা জানান। প্রতিনিধি দলটিতে ছিলেন প্রাক্তন আইনমন্ত্রী রবিলাল মৈত্র, ভারতী মুৎসুদ্দি, শোভনলাল হাজরার মতো আইনজীবীরা। ফেরার পথে তাঁরা এসডিপিও (আরমাবাগ) হরেকৃষ্ণ পাইয়ের সঙ্গে দেখা করে বিকাশবাবুর উপরে হামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এসডিপিও জানান, আইন মোতাবেক সেই প্রক্রিয়া চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন