দু’টি দুর্ঘটনায় জখম ১৫ জন

দুপুরে উলুবেড়িয়া কলেজ গেটের কাছে ওটি রোডে পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হন তিন মহিলা-সহ সাত পথচারী। তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৩
Share:

বিঘাটিতে ক্ষতিগ্রস্ত গাড়ি। নিজস্ব চিত্র

দুই জেলায় শনিবার দু’টি পৃথক দুর্ঘটনায় জখম হলেন ১৫ জন।

Advertisement

দুপুরে উলুবেড়িয়া কলেজ গেটের কাছে ওটি রোডে পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হন তিন মহিলা-সহ সাত পথচারী। তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রের খবর, দুই আসামিকে নিয়ে ভ্যানটি শ্যামপুর থানা থেকে উলুবেড়িয়া মহকুমা আদালতে যাচ্ছিল। ওটি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি পথচারীদের ধাক্কা মারতে মারতে এগোতে থাকে। শেষে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। পরে আসামিদের আদালতে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা (গ্রামীণ) পুলিশের এক কর্তা।

বিকেলে অন্য দুর্ঘটনাটি ঘটে হুগলির ভদ্রেশ্বরের বিঘাটিতে। দিল্লি রোডে একটি ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হন আট জন। ট্রাকের চালক-খালাসিও রয়েছেন। পুলিশ জানায়, আহতদের পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সামনে এক সাইকেল আরোহী এসে যাওয়ায় ট্রাক-চালক বাঁচাতে যান। তখনই উল্টো দিক থেকে আসা গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। গাড়িটি চন্দননগরের অনন্তপুর থেকে আসছিল। সেখানকার ছয় বাসিন্দা শিলিগুড়ি যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করে হাওড়া স্টেশনে যাচ্ছিলেন। ট্রাকটিকে আচমকা ধেয়ে আসতে দেখে গাড়িটির চালক দাঁড়িয়ে যান। তবু দুর্ঘটনা এড়ানো যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement