বসে গেল সেতু, আতঙ্ক

রবিবার রাতে পান্ডুয়ার খন্যানের তাবা এলাকায় ডিভিসি খালের উপর একটি সেতু বসে যায়। পান্ডুয়ার বিডিও গৌরাঙ্গ ঘোষ বলেন, ‘‘ওই সেতুর একটি অংশ বসে যাওয়ায় ভারী গাড়ি চলতে দেওয়া হচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পান্ডুয়া শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০২:৪৭
Share:

রবিবার রাতে পান্ডুয়ার খন্যানের তাবা এলাকায় ডিভিসি খালের উপর একটি সেতু বসে যায়। পান্ডুয়ার বিডিও গৌরাঙ্গ ঘোষ বলেন, ‘‘ওই সেতুর একটি অংশ বসে যাওয়ায় ভারী গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি মঙ্গলবার ডিভিসি কর্তৃপক্ষ প্রতিনিধি পাঠাবে‌ন।’’ কালনা থেকে খন্যানে জিটি রোডের সংযোগকারী রাস্তায় ওই সেতুটি কয়েক দশকের পুরনো। রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেটি ক্রমশ জীর্ণ হয়ে পড়ে। রবিবার রাতে একটি ট্রাক সেতু দিয়ে যাওয়ার পরেই এক প্রান্ত বসে যায়। ফাটলও দেখা যায়। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা পুলিশ-প্রশাসনকে জানান। পুলিশের তরফে সেতুর দু’দিকে রাতভর নজরদারি করা হয়। গাড়ি পান্ডুয়া এবং মগরা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, ওই রাস্তায় বাস না চললেও পাঁচটি রুটের অটো চলে। ৩০-৩৫টি গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সড়কপথে বর্ধমানের সঙ্গে হুগলির যোগাযোগের একটি মাধ্যম ওই রাস্তা। গ্রামবাসীরা দ্রুত ওই সেতু সংস্কারের দাবি তুলেছেন।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন