টুকরো খবর

জামিনের শর্ত পূরণ হওয়ায় জামিন পেলেন সারদা গোষ্ঠীর অন্যতম কর্নধার দেবযানী মুখোপাধ্যায়। প্রতারণার একটি মামলায় বুধবার তাঁকে আরামবাগ আদালতে তোলা হলে বিচারক অপর্ণা চট্টোপাধ্যায় তাঁর জামিন মঞ্জুর করেন।

Advertisement
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৪ ০১:২৭
Share:

একটি মামলায় জামিন পেলেন দেবযানী

Advertisement

জামিনের শর্ত পূরণ হওয়ায় জামিন পেলেন সারদা গোষ্ঠীর অন্যতম কর্নধার দেবযানী মুখোপাধ্যায়। প্রতারণার একটি মামলায় বুধবার তাঁকে আরামবাগ আদালতে তোলা হলে বিচারক অপর্ণা চট্টোপাধ্যায় তাঁর জামিন মঞ্জুর করেন। দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী সংগ্রাম সরকার বলেন, “আরামবাগে দায়ের হওয়া দেবযানীর দু’টি মামলার একটি সিবিআই নিয়েছে। বাকি এই মামলায় তাঁর মক্কেলের জামিন হয়ে যায় মাস তিনেক আগেই। কিন্তু জামিনের শর্ত অনুযায়ী ১০ হাজার টাকা দেবযানী মুখোপাধ্যায় দাখিল না করায় জামিন কার্যকর হয়নি। অবশেষে সেই শর্ত পূরণ করা হয়েছে।” প্রসঙ্গত গত ২৫ সেপ্টেম্বর টাকার পরিমাণ কম করতে দেবযানীর পক্ষে আরামবাগ আদালতে আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক তা খারিজ করে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তারও আগে দু’দফায় জামিনের শর্ত পূরণ না হওয়ায় জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

রান্নার গ্যাসে চলছে অটো, ধৃত

অটোরিকশায় বেআইনি ভাবে রান্নার গ্যাস ভরার অভিযোগে হুগলি মোড় এলাকা থেকে এক জনকে বমাল গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতের নাম গোপাল দেবনাথ। তাঁর কাছ থেকে গ্যাসভর্তি ২১টি সিলিন্ডার আটক করা হয়েছে। তার মধ্যে ১০টি ডোমেস্টিক এবং বাকিগুলি কমার্শিয়াল সিলিন্ডার। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই জায়গায় চড়া দামে রান্নার গ্যাস অটোতে ভরা হত। সূত্রের খবর পেয়ে সোমবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা সেখানে হানা দেন।

দেহ উদ্ধার

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ডানকুনির গোবরা ঘোষপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায় ময়না-তদন্তের জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement