অঙ্গনওয়াড়িতে গরম জল গায়ে পড়ে আহত শিশু

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর অসাবধানতায় গায়ে গরম জল পড়ে আহত হল এক শিশু। সোমবার সকালে আরামবাগের দক্ষিণ রসুলপুরে ওই ঘটনায় বছর পাঁচেকের আহত পরিমল সাঁতরাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ০১:১৭
Share:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর অসাবধানতায় গায়ে গরম জল পড়ে আহত হল এক শিশু। সোমবার সকালে আরামবাগের দক্ষিণ রসুলপুরে ওই ঘটনায় বছর পাঁচেকের আহত পরিমল সাঁতরাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আরামবাগ আধিকারিক মৃত্যুঞ্জয় বর্মন বলেন, “ওই কর্মীর সাবধানী হওয়া উচিত ছিল। কী ভাবে এমন ঘটনা ঘটল, খোঁজ নেওয়া হচ্ছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের আরও সতর্ক থাকতে হবে।’’

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের দক্ষিণ রসুলপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে সকাল সাড়ে ৯টা নাগাদ শিশু এবং প্রসূতি মিলিয়ে ৪০ জনের খাবার তৈরি করছিলেন সহায়িকা প্রণতি বসু। রান্নাঘরে এক পাশে একটি পাত্রে গরম জলে ডিম সিদ্ধ করার জন্য রাখা ছিল। পাত্রটিতে কোনও ঢাকনা ছিল না। অন্যদের সঙ্গে দৌড়াদৌড়ি করার সময় হঠাৎই সেখানে চলে আসে পরিমল। ওই মহিলা গরম জলের ছ্যাঁকা থেকে শিশুদের বাঁচাতে গেলে অসাবধানে গরম জল চলকে পরিমলের গায়ে লাগে। শিশুটির চিৎকারে ছুটে আসেন তার মা।

স্থানীয় চিকিৎসক ডেকে শিশুর প্রাথমিক চিকিৎসা করিয়ে সিডিপিওকে দুর্ঘটনার কথা জানান ওই কর্মী। পরে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী জোৎস্না সাহা বলেন, “গরম জল থেকে ওদের আড়াল করতে গিয়েই কোনভাবে হাত লেগে পাত্রের জল চলকে পরিমলের ঘাড়ে পড়ে। ওর কষ্ট হওয়ায় আমার খুব খারাপ লাগছে। আরও সতর্ক হওয়া উচিত ছিল আমার।’’

Advertisement

শিশুটির মা নয়নদেবী বলেন, “আমি সিডিপিও-কে বলেছি, যেখানে শিশুদের ভালর জন্য কাজ, সেখানে একটু দেখে-শুনে কাজ করতে বলুন কর্মীদের। এ দিন আরও বড় বিপদ ঘটে যেতে পারত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন