মারধরে অভিযুক্ত তৃণমূলের বিধায়ক-পুত্র

কলেজের ছাত্রকে কলেজেরই তৃণমূল সংসদ ঘরে ডেকে এনে মারধরের অভিযোগ উঠল আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দর সাঁতরা-র ছেলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ ০২:০৭
Share:

প্রতীকী ছবি।

কলেজের ছাত্রকে কলেজেরই তৃণমূল সংসদ ঘরে ডেকে এনে মারধরের অভিযোগ উঠল আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দর সাঁতরা-র ছেলের বিরুদ্ধে।

Advertisement

বুধবার বিকেলে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের এই ঘটনায় প্রহৃতদের মধ্যে হেমন্ত পাল নামে এক ছাত্র আরামবাগের এসডিপিওর কাছে পিনাকী সাঁতরা নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ দিন এসডিপিও কৃশানু রায়ের সঙ্গে ফোন যোগাযোগ করা যায়নি। তবে তাঁর দফতর থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রহৃত আরামবাগের পুরাতন বাজারের প্রথম বর্ষের হেমন্ত পালের অভিযোগ, মঙ্গলবার তাঁকে এবং তাঁর দুই বন্ধু সূর্য ঘোষ এবং চয়ন মুখোপাধ্যায়কে কলেজ সংসদ ঘরে ডেকে পাঠান পিনাকী। তাঁরা গেলে জানতে চাওয়া হয়, কেন পিনাকী কথামতো কাজ করা হচ্ছে না। এরপরই শুরু হয় উইকেট দিয়ে মার।

Advertisement

কলেজের অস্থায়ী কর্মী পিনাকী সাঁতরা অবশ্য বলেন, “আমার বিরুদ্ধে যড়যন্ত্র ছাড়া কিছু নয়।” বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার দাবি, “ছেলের অন্যায় দেখলে আমিই তার শাস্তির ব্যবস্থা করব। কলেজে ভর্তির ক্ষেত্রে বা অনার্স পাইয়ে দেওয়ার নাম করে যে দুর্নীতি চলছিল, তা রুখে দিয়েছে আমার ছেলে। তার জেরেই এই চক্রান্ত। আমারও ভাবমূর্তি খারাপের চেষ্টা চলছে।” কলেজের অধ্যক্ষ অসীম দে বলেন, ‘‘কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন