কাউন্সেলিং বন্ধ, ছড়াচ্ছে বিভ্রান্তি

Advertisement

গৌতম বন্দ্যোপাধ্যায়

উত্তরপাড়া শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ০২:৫০
Share:

বিতর্কিত: বুধবার সকালে প্যারীমোহন কলেজে। নিজস্ব চিত্র

পড়ুয়ারা ভাবছেন, কী হবে! চিন্তিত অভিভাবকেরা। কলেজ কর্তৃপক্ষ সরকারের দিকে তাকিয়ে।

Advertisement

মঙ্গলবার উত্তরপাড়ার প্যারীমোহন কলেজে ভর্তি করাতে টাকা তোলার অভিযোগে দু’জন গ্রেফতার হয়েছিল। বুধবার সেখানে ভর্তি-প্রক্রিয়া সুষ্ঠু ভাবে চলেছে। কিন্তু ভর্তি প্রক্রিয়ায় সরকারি রদবদলের সিদ্ধান্ত নিয়ে এই কলেজ-সহ জেলার অনেক কলেজেই বিভ্রান্তি ছড়িয়েছে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক মহলে।

কলেজে ভর্তি–চক্র ভাঙতে পড়ুয়াদের কাউন্সেলিংয়ের জন্য কলেজে না-গিয়ে অনলাইনেই টাকা জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। অবিলম্বে এই পদ্ধতিতে ভর্তি হওয়া যাবে বলে মঙ্গলবার শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে। বুধবার প্যারীমোহন কলেজে গিয়ে দেখা যায়, কলেজ হলে উপস্থিত কয়েকশো ছাত্রছাত্রী। তাঁরা ভর্তি হয়ে গিয়েছেন। তাঁদের মার্কশিট যাচাইয়ের কাজ করছেন ভর্তি প্রক্রিয়ায় যুক্ত শিক্ষকেরা।

Advertisement

শেওড়াফুলি থেকে ওই কলেজে ভর্তি হয়েছেন গৌতম বিশ্বাস, রাকেশ সরকার, সুরজিৎ সরকারেরা। কেউ বাণিজ্য, কেউ বা কলা বিভাগে। শিলিগুড়ি থেকে এসেছিলেন পর্ণাশ্রী রায়চৌধুরী। তাঁরা মনে করছেন, কাউন্সেলিং হলে শিক্ষকদের মতামত জানাতে পারা যেত। পর্ণাশ্রী বলেন, ‘‘আমরা নিজেদের বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে পারতাম। আমাদের সিদ্ধান্তে কোনও ভুল থাকলে তাঁরা সংশোধন করে দিতে পারতেন। কিন্তু নতুন ব্যবস্থায় ঠিক কী হতে যাচ্ছে, সেটা
পরিষ্কার নয়।’’

বালির দুর্গাপুর থেকে ইরা রায়চৌধুরী এসেছিলেন এক আত্মীয়াকে নিয়ে। ওই আত্মীয়াও ওই কলেজে ভর্তি হয়েছেন। ইরা বলেন, ‘‘মনে হয়, কিছুটা তাড়াহুড়ো করে নতুন সিদ্ধান্ত নেওয়া হল। বিষয়টি ঠিক কী, তা সকলে বুঝে উঠতে পারছেন না। আরও সময় নিয়ে ঘোষণা করা দরকার ছিল এই সিদ্ধান্ত।’’ উত্তরপাড়া কলেজে ভর্তি প্রক্রিয়ায় যুক্ত শিক্ষক পল্লব গায়েন বলেন, ‘‘আমাদের কলেজে প্রকাশিত তৃতীয় ও চতুর্থ তালিকা অনুযায়ী কাজ চলছে এখন। এ দিন দুপুর পর্যন্ত মোট ৯১৫ জনের নথিপত্র যাচাই হয়েছে। সরকারের বিধি মেনে আমরা কাউন্সেলিং
করছি না।’’

উত্তরপাড়া কলেজের অধ্যক্ষ সুদীপ চক্রবর্তী বলেন, ‘‘অনলাইনে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে কেউ হয়তো প্রশ্ন তুলবেন না। কিন্তু ভর্তির প্রশ্নে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কিছু মতামত থাকে। নতুন ব্যবস্থায় তাঁর সুযোগ পাওয়ার পরিসর কমে আসবে। তবে আমার বিশ্বাস, পুরো বিষয়টি নিয়ে আরও ভাবনাচিন্তা হবে। এ বারের প্রক্রিয়া শেষের পথে।’’

ভর্তি নিয়ে এ দিন সমস্যায় পড়ে যান উত্তরপাড়ারই নিঃসম্বলানন্দ কলেজ কর্তৃপক্ষ। এই মহিলা কলেজে এ দিন অনলাইনে ভর্তিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। অধ্যক্ষা চন্দনা রায়চৌধুরী বলেন, ‘‘সরকার যে ভাবনাচিন্তা করছে তা ভাল। কিন্তু প্রযুক্তির উন্নয়ন তো জরুরি। আমাদের মতো কলেজে আর্থিক সমস্যা আছে। এখন তো মনে হচ্ছে, আরও টাকা খরচ করে আরও ভাল সংস্থা দিয়ে কাজ করালে হয়তো সমস্যা হতো না।’’ তবে কাউন্সেলিং হলে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মত বিনিময়ের সুযোগ থাকত বলে মনে করছেন তিনিও। অবশ্য একই সঙ্গে তাঁর আশা, ‘‘এই বিষয়টি নিশ্চয় ভাবনার মধ্যে আসবে সরকারের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন