সরোজ কাঁড়ার ‘মিরজাফর’: শুভেন্দু

উদয়নারায়ণপুরের কংগ্রেস প্রার্থী সরোজ কাঁড়ারকে ‘মিরজাফর’ বললেন তৃণমূলম সাংসদ শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে হাওড়ার উদয়নারায়ণপুরের পেঁড়োতে দলীয় প্রার্থী সমীর পাঁজার সমর্থনে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে সরোজবাবুর সমালোচনা করে শুভেন্দুবাবু বলেন, ‘‘একজন মিরজাফর আছেন। আমাদের দলে থেকে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। তারপর অন্য দলের প্রার্থী হয়েছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০০:৪৫
Share:

দলীয় প্রার্থীর সঙ্গে শুভেন্দু অধিকারী ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। শনিবার পাঁচলায় ছবিটি তুলেছেন সুব্রত জানা।

উদয়নারায়ণপুরের কংগ্রেস প্রার্থী সরোজ কাঁড়ারকে ‘মিরজাফর’ বললেন তৃণমূলম সাংসদ শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে হাওড়ার উদয়নারায়ণপুরের পেঁড়োতে দলীয় প্রার্থী সমীর পাঁজার সমর্থনে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে সরোজবাবুর সমালোচনা করে শুভেন্দুবাবু বলেন, ‘‘একজন মিরজাফর আছেন। আমাদের দলে থেকে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। তারপর অন্য দলের প্রার্থী হয়েছেন।’’ এ দিনের সভায় কংগ্রেসের সমালোচনা করে শুভেন্দুবাবুর কটাক্ষ, ‘‘কংগ্রেস ও সিপিএমের অশুভ আঁতাত হয়েছে। এক দিকে মা ও ছেলে কেরলে গিয়ে সিপিএমের বিরুদ্ধে প্রচার করছেন, এই রাজ্যে আবার সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছেন!’’ এ দিন পেঁড়ো ছাড়াও পাঁচলা, বাগনানে দলীয় প্রার্থী গুলশন মল্লিক এবং অরুণাভ সেনের সমর্থনে আয়োজিত জনসভায় ভাষণ দেন তৃণমূলের এই সাংসদ। দিন কয়েক আগে তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেন সরোজ কাঁড়ার। শুভেন্দুবাবুর এই কটাক্ষকে গায়ে মাখতে নারাজ সরোজবাবু। তাঁর পাল্টা দাবি, ‘‘আমি মিরজাফর নই। মিরজাফর হলেন তৃণমূলের নেতারা। ২০১৩ সালে আমি যখন তৃণমূলের টিকিটে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলাম তখন তৃণমূলের পক্ষ থেকেই আমার বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানো হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন