—প্রতীকী ছবি।
করোনা পরীক্ষার তথ্য ঠিক মতো দিচ্ছে না হাওড়ার বেশ কিছু বেসরকারি পরীক্ষাগার। যার ফলে ঠিক কত জন কোভিডে আক্রান্ত হচ্ছেন, তার ঠিকঠাক তথ্যও পাচ্ছে না হাওড়া জেলা প্রশাসন। এর ফলে টেলি-মেডিসিন পদ্ধতিতে আক্রান্তদের চিকিৎসা করতে সমস্যা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রের খবর, পূর্ণাঙ্গ তথ্য যাতে দেওয়া হয়, তার জন্য গ্রাম ও শহর মিলিয়ে ৩৫টি বেসরকারি ল্যাবকে নোটিস দেওয়া হবে।
কোভিড প্রোটোকল অনুযায়ী, এর আগেও সরকারি ভাবে নোটিস দিয়ে প্রতিটি ল্যাবকে জানানো হয়েছিল, যাঁদের কোভিড পরীক্ষা করানো হবে, তাঁদের সমস্ত তথ্য রাজ্য বা জেলা স্বাস্থ্য দফতরকে জানাতে হবে। বর্তমানে সরকারি ভাবে প্রতিদিন ১২০০ জনের অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। আরটিপিসিআর পরীক্ষা হচ্ছে ৯০০ জনের। প্রত্যেকের তথ্য নথিভুক্ত থাকছে। কিন্তু জেলা জুড়ে বিভিন্ন বেসরকারি জায়গাতেও প্রতিদিন বহু মানুষ কোভিড পরীক্ষা করাচ্ছেন। সেই তথ্য জেলা প্রশাসনের হাতে আসছে না।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা বললেন, ‘‘বেসরকারি ল্যাবগুলির মধ্যে কয়েকটি সরাসরি নবান্নে তথ্য পাঠালেও তা অসম্পূর্ণ থাকছে।’’