কুড়নো টাকা ফেরালেন দিনমজুর

রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮৪০০ টাকা পুিলশের কােছ জমা দিলেন কার্তিক ধাড়া নামে এক দিনমজুর। রবিবার দুপুরে হাওড়ার জয়পুরের ঘটনা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫৪
Share:

রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮৪০০ টাকা পুলিশের কাছে জমা দিলেন কার্তিক ধাড়া নামে এক দিনমজুর। রবিবার দুপুরে হাওড়ার জয়পুরের ঘটনা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বাবার সঙ্গে পরের জমিতে মজুরের কাজে গিয়েছিলেন জয়পুরের ঝামটিয়া গ্রামের বছর বছর চব্বিশের কার্তিক। কাজের মাঝেই খবর পান, মায়ের শরীর খারাপ। কোনওক্রমে কাজ ফেলে ২৩০ টাকা রোজ নিয়ে মাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

সেখান থেকে ওষুধ কিনতে যাওয়ার পথে দেখেন রাস্তায় পড়ে রয়েছে অনেকগুলো দু’হাজার টাকার নোট। কার্তিকের কথায়, ‘‘আমি টাকাটা গুনিনি। শুধু মনে হয়েছিল, ওটা আমার নয়। তাই পুলিশকে দিয়ে এসেছি।’’

Advertisement

কার্তিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, অভাবের সংসারে বাবা আর তাঁর রোজগারই ভরসা। কার্তিক নিজেও উচ্চ মাধ্যমিক পাশ করার পর অভাবের জন্য আর পড়াশোনা করতে পারেননি। ছেলের কাজে খুশি বাবাও। তিনি বলেন, ‘‘ঠিকই করেছে কার্তিক। হয়তো ওই টাকা আমাদের থেকেও কোনও গরিব মানুষের। তিনিও হয়তো চিকিৎসার জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন।’’

কার্তিকের এই সততায় খুশি হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার গৌরব শর্মা। তিনি বলেন, ‘‘অভাবে যে সকলের স্বভাব নষ্ট হয় না, এ দিন কার্তিকের ঘটনাই তার প্রমাণ। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হবে।’’ আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পালও বলেন, ‘‘যুব সমাজের মধ্যে

কার্তিক নিদর্শন।’’

সব শুনে হেসে কার্তিক শুধু বলেন, ‘‘যাঁর টাকা হারিয়েছে তিনি পেলেই আমার সব থেকে

ভাল লাগবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন