আরামবাগে ডেঙ্গি আক্রান্ত বেড়ে হল ১২

আরামবাগ মহকুমায় আরও ৬ জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। এর আগে গত মঙ্গলবার হুগলি জেলা সদর হাসপাতাল থেকে পাওয়া রিপোর্টে ৬ জনের রক্তে ডেঙ্গি মিলেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০১:১৩
Share:

আরামবাগ মহকুমায় আরও ৬ জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। এর আগে গত মঙ্গলবার হুগলি জেলা সদর হাসপাতাল থেকে পাওয়া রিপোর্টে ৬ জনের রক্তে ডেঙ্গি মিলেছিল। মহকুমা স্বাস্থ্য আধিকারিক সিদ্ধার্থ দত্ত বলেন, ‘‘এখনও পর্যন্ত মহকুমায় মোট ১২ জনের রক্তে জনের ডেঙ্গি পজিটিভ মিলেছে।’’ মহকুমা হাসপাতাল সুপার শান্তনু নন্দী জানান, তাঁদের মধ্যে ৯ জনই সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। ৩ জন এখনও চিকিৎসাধীন। তাঁরাও সুস্থ হয়ে উঠেছেন। মহকুমা হাসপাতাল সূত্রে জানা যায়, এখনও গড়ে প্রতিদিন ১২-১৫ জন করে রোগী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের মধ্যে ৭-৮ জনের মাথা ব্যথা, অসহ্য ঘাড় ব্যথা, মাংস পেশি ও গাঁটে ব্যথা ইত্যাদি ডেঙ্গির উপসর্গ মিলছে। প্রতিদিনই ওই সব রোগীদের রক্ত পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হচ্ছে। এ দিকে, মহকুমা জুড়ে ডেঙ্গি প্রতিরোধের কর্মসূচি জোর কদমে চলছে। পুরএলাকায়ও জোর কদমে কাজ চলছে বলে জানিয়েছেন আরামবাগের চেয়ারম্যান স্বপন নন্দী। শুক্রবার ডেঙ্গি মোকাবিলা সংক্রান্ত একটি বৈঠক করেন মহকুমাশাসক প্রীতি গোয়েল। পুরপ্রধান জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুরসভার নিকাশি নালাগুলিতে ‘কামুচিয়া’ নামে এক ধরণের মাছ ছাড়া হবে। যারা মশার লার্ভা খেয়ে নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement