জল ছাড়ল ডিভিসি, বন্যার আশঙ্কা উদয়নারায়ণপুরে

বৃষ্টি নেই। তবু বিপদের আশঙ্কায় হাওড়ার উদয়নারায়ণপুরের মানুষ। কারণ, সোমবার সকাল থেকে ৬৭ হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। আজ সন্ধ্যা নাগাদ তা উদয়নারায়ণপুরে আছড়ে পড়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৭
Share:

বৃষ্টি নেই। তবু বিপদের আশঙ্কায় হাওড়ার উদয়নারায়ণপুরের মানুষ। কারণ, সোমবার সকাল থেকে ৬৭ হাজার কিউসেক জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। আজ সন্ধ্যা নাগাদ তা উদয়নারায়ণপুরে আছড়ে পড়ার কথা। ফলে দামোদরের বাঁধের ভাঙা অংশ দিয়ে সেই জল ঢুকে ফের বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে বলে সেচ দফতরের আশঙ্কা।

Advertisement

সেচ দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ডে গত দু’দিন ধরে প্রবল বৃষ্টির জন্যই তেনুঘাট থেকে জল ছাড়ছে ডিভিসি। তার ফলেই সমস্যা তৈরি হয়েছে। গত দু’বছরে কোটি কোটি টাকা খরচ করে দামোদরের বাঁধ মেরামতির কাজ করেছে সেচ দফতর। কিন্তু গত এক মাস ধরে দফায় দফায় বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে সেই সব মেরামতির অনেকটাই ক্ষতি হয়েছে। সেচ দফতরের হাওড়া ডিভিশনের এক পদস্থ কর্তা জানান, বাঁধের ভাঙা অংশগুলি মেরামতির সুযোগই পাওয়া যাচ্ছে না। ভাবা হয়েছিল যেহেতু বৃষ্টি বন্ধ হয়েছে তাই মেরামতির কাজ করে নেওয়া হবে। কিন্তু ডিভিসি জল ছাড়ায় সব পরিকল্পনা বানচাল হয়ে গিয়েছে। এখন জরুরি ভিত্তিতে কিছু মেরামতির কাজ করা হচ্ছে যাতে ক্ষয়ক্ষতি বেশি না হয়।

বন্যার আশঙ্কা করছে উদয়নারায়ণপুর ব্লক প্রশাসনও। বিডিও দেবাশিস চৌধুরী বলেন, ‘‘আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। পঞ্চায়েতগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement