ধর্ষণের নালিশ,ধৃত বৃদ্ধ গুনিন

সাংসারিক অশান্তিতে তিনি জেরবার হচ্ছিলেন। গিয়েছিলেন গুনিনের কাছে। সেই দুর্বলতার সুযোগে ওই মহিলাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল হাও়়ড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট-ভূপতিনগরের এক গুনিনের বিরুদ্ধে। সোমবার সকালে রহমত আলি শেখ নামে বছর ষাটেকের ওই গুনিনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জগৎবল্লভপুর শেষ আপডেট: ২২ মে ২০১৮ ০০:৩৫
Share:

জালে: আদালতের পথে অভিযুক্ত রহমত আলি শেখ। নিজস্ব চিত্র

সাংসারিক অশান্তিতে তিনি জেরবার হচ্ছিলেন। গিয়েছিলেন গুনিনের কাছে। সেই দুর্বলতার সুযোগে ওই মহিলাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল হাও়়ড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট-ভূপতিনগরের এক গুনিনের বিরুদ্ধে। সোমবার সকালে রহমত আলি শেখ নামে বছর ষাটেকের ওই গুনিনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বছর ত্রিশের ওই মহিলা বলেন, ‘‘সপ্তাহ কয়েক আগে গুনিন প্রথম বার ধর্ষণ করে। সেই ছবি তুলে রেখে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোয় প্রথমে কাউকে কিছু বলতে পারিনি। সেই সুযোগ লোকটা আরও কয়েকবার নেয়। শেষে স্বামীকে সব কথা বলে দিই।’’ গত মঙ্গলবার থানায় রহমত আলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ জানায়, অভিযোগের পর থেকে অভিযুক্তের নাগাল মিলছিল না। সোমবার বাড়ি থেকেই তাকে ধরা হয়। ধৃতকে এ দিন হাওড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি জগৎবল্লভপুরেরই বাসিন্দা। ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়। বেশ কয়েক মাস ধরে নানা কারণে দু’জনের প্রায়ই অশান্তি হচ্ছিল। সংসারে শান্তি ফেরাতে মাসচারেক আগে মহিলার স্বামীই প্রথমে রহমতের কাছে যান। রহমত দু’জনকে তাবিজ দেয়। তাতে ‘কাজ’ না-হওয়ায় গুনিন মহিলাকে ফোন করে তার কাছে আসতে বলে। মহিলা রাজি হননি। পুলিশকে তিনি জানিয়েছেন, গুনিন তার স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের গল্প ফেঁদে তাঁকে ডেকে কুপ্রস্তাব দেয়। তিনি রাজি না-হয়ে ফিরে আসেন। দু’দিন পরে ফের তাবিজ দেওয়ার কথা বলে গুনিন ডাকে। এ বার মেয়েকে নিয়ে গিয়েছিলেন মহিলা। কিন্তু মেয়ের হাতে ২০ টাকা ধরিয়ে খাবার কিনে আনতে বলে গুনিন প্রথম বার মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

Advertisement

বারবার ধর্ষণে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বলে মহিলা জানান। তা দেখে তাঁর স্বামীর সন্দেহ হয়। তিনি জিজ্ঞাসা করলে মহিলা সব জানান। এর পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন