শ্যামপুরে আক্রান্ত আবগারি কর্তা-সহ ৮

তল্লাশি করে ফেরার পথে আক্রান্ত হলেন আবগারি দফতরের উলুবেড়িয়া শাখার ডেপুটি কালেক্টর-সহ ৮ জন। বুধবার রাতে উলুবেড়িয়ার বাগান্ডা এলাকায় কিছু দুষ্কৃতী ওই কর্তাদের গাড়িতে হামলা চালায়। গাড়ির কাচ ভাঙে। কাচের টুকরোয় জখম হন সকলে। উলুবেড়িয়া হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়। পরে তাঁরা শ্যামপুর থানায় অভিযোগ জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০২:০৫
Share:

তল্লাশি করে ফেরার পথে আক্রান্ত হলেন আবগারি দফতরের উলুবেড়িয়া শাখার ডেপুটি কালেক্টর-সহ ৮ জন। বুধবার রাতে উলুবেড়িয়ার বাগান্ডা এলাকায় কিছু দুষ্কৃতী ওই কর্তাদের গাড়িতে হামলা চালায়। গাড়ির কাচ ভাঙে। কাচের টুকরোয় জখম হন সকলে। উলুবেড়িয়া হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়। পরে তাঁরা শ্যামপুর থানায় অভিযোগ জানান।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবগারি দফতরের উলুবেড়িয়া শাখার ডেপুটি কালেক্টর সৈয়দ মালেকুজ্জামানের নেতৃত্বে ৮ জনের দলটি চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালাতে বাগনানে যাচ্ছিলেন। হঠাৎ তাঁরা খবর পান, শ্যামপুরের মোহিনী মোড় এলাকায় চোলাই মদ পাচার হচ্ছে। তাঁরা সেখানে যান। কিন্তু চোলাইয়ের সন্ধান মেলেনি। তাঁরা ফের বাগনানের পথ ধরেন। বাগান্ডায় পৌঁছতেই তাঁদের গাড়ি লক্ষ করে ইট উড়ে আসতে থাকে। চালক গাড়ি থামান। সেই সময় জনা আটেক যুবক এসে গাঁইতি দিয়ে গাড়িতে আঘাত করতে থাকে বলে অভিযোগ। সেই গাঁইতির আঘাতেই গাড়ির কাচ ভেঙে জখম হন ওই কর্তারা।

আবগারি দফতরের অনুমান, ক্রমাগত চোলাইয়ের বিরুদ্ধে অভিযানের জন্য পরিকল্পনা করেই ওই হামলা চালানো হয়। মালেকুজ্জামান বলেন, ‘‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনের কর্তাদেরও জানানো হয়েছে।’’ কিন্তু তল্লাশিতে যাওরা সময়ে পুলিশকে জানানো হল না কেন? মালেকুজ্জামানের দাবি, তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে চেয়েছিলেন। সেখানে পৌঁছে তাঁরা পুলিশকে জানাবেন ভেবেছিলেন। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন