পাম্প বিকল, পান্ডুয়ায় পানীয় জলের হাহাকার

পাম্প বিকলের জন্য তিন দিন ধরে আটটি গ্রামের মানুষ জল পাচ্ছেন না। কবে জল মিলবে তারও উত্তর নেই পান্ডুয়া পঞ্চায়েত প্রধানের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পান্ডুয়া শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০১:৫৫
Share:

বিকল্প: পুকুরের জলেই কাজ সারছেন বাসিন্দারা। ছবি: সুশান্ত সরকার

পাম্প বিকলের জন্য তিন দিন ধরে আটটি গ্রামের মানুষ জল পাচ্ছেন না। কবে জল মিলবে তারও উত্তর নেই পান্ডুয়া পঞ্চায়েত প্রধানের কাছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ মার্চ শনিবার হঠাৎ করে পান্ডুয়া পঞ্চায়েতের বোসপাড়া এলাকায় একটি পাম্প হাউসের মেশিন বিকল হয়ে যায়। জল না পেয়ে আটটি গ্রামের মানুষ পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছিলেন। বোসপাড়া ডিভিসি পাড়ের বাসিন্দা নাসিরা বিবি বলেন, ‘‘আমাদের এই পাড়ায় প্রায় ১৫০টি পরিবার আছে। তিন দিন ধরে জল না আসার জন্য বাধ্য হয়ে ক্যানালের জল বাড়ির কাজে ব্যবহার করছি।’’ শেখ আফসার, শম্ভু মুর্মুদের অভিযোগ, ‘‘পঞ্চায়েতে গেলে সেখান থেকে জানানো হয়, পাম্প সারানোর টাকা নেই। এই অবস্থায় জল কিনে খেতে হচ্ছে। কতদিন এ ভাবে চলবে জানি না।’’

কী বলছে পঞ্চায়েত? পান্ডুয়া পঞ্চায়েত প্রধান অভিজিৎ রায় জানান, ২০১৬ সালের ৩১ মার্চ পঞ্চায়েত জলবণ্টনের দায়িত্ব পায় পিএইচই-এর কাছ থেকে। সেই সময় পঞ্চায়েত এলাকায় ৭২৩টি জলের লাইনের সংযোগ ছিল। বর্তমানে প্রায় ১৪০০ জলের লাইন সংযোগ দেওয়া আছে। এই পঞ্চায়েতের অন্য এলাকায় এখনও নতুন পানীয় জলের সংযোগের কাজ চলছে। তিনি বলেন, ‘‘পাম্প চালানোর জন্য ১৯ জন কর্মী আছেন। আমরা প্রায় ৯ মাস তাঁদের মাইনে দিতে পারিনি। এর মধ্যে শনিবার বোসপাড়ার পাম্প হাউসের একটি যন্ত্র বিকল হয়ে যাওয়ায় সমস্যা বেড়েছে। তা সারানোর টাকা নেই। পিএইচই আমাদের সহযোগিতা করছে না।’’ তাঁর সংযোজন, ‘‘বিকল মেশিন সারানোর দক্ষ অপারেটর আমাদের নেই। আমরা পিএইচই-কে চিঠি দিয়েছি। আশা করছি শীঘ্রই সমস্যামিটে যাবে।’’ যদিও পিএইচই-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়র এস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা পান্ডুয়া পঞ্চায়েতকে পানীয় জলের দায়িত্ব দিয়েছি। যদি কোনও প্রয়োজন হয় ওরা আমাদের লিখিত জানালে ব্যবস্থা নেব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন