আগেই শিলান্যাস, পরে মিলল জমি

জমি না পেলেও শিলান্যাস হয়ে গিয়েছিল কিসান মান্ডির। ২০১২ সালে ৪ জুন আরামবাগে রেলের উদ্বোধন করতে এসে সেই মঞ্চ থেকেই আরামবাগ ব্লকে কিসান মান্ডির শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত এতদিনে মিলেছে জমি। সরকারি ওই কৃষি বাজার তৈরির জন্য মাসখানেক আগে কৃষি বিপণন দফতরকে ২ একর জমি হস্তান্তর করেছে গৌরহাটি সমবায় হিমঘর কতৃর্পক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০১:০৯
Share:

জমি না পেলেও শিলান্যাস হয়ে গিয়েছিল কিসান মান্ডির। ২০১২ সালে ৪ জুন আরামবাগে রেলের উদ্বোধন করতে এসে সেই মঞ্চ থেকেই আরামবাগ ব্লকে কিসান মান্ডির শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত এতদিনে মিলেছে জমি। সরকারি ওই কৃষি বাজার তৈরির জন্য মাসখানেক আগে কৃষি বিপণন দফতরকে ২ একর জমি হস্তান্তর করেছে গৌরহাটি সমবায় হিমঘর কতৃর্পক্ষ। মঙ্গলবার সেখানে সপার্ষদ আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা নারকেল ফাটিয়ে কিষান মান্ডির ফলক স্থাপন করেন। তবে কৃষি বিপণন দফতর বা সরকারি তরফে কোনও প্রতিনিধি অনুষ্ঠানে ছিলেন না। এ ব্যাপারে কৃষি বিপণন আধিকারিক ভবেশ দাসের যুক্তি, ‘‘অনুষ্ঠানটি সরকারি ছিল না। তা ছাড়া মুখ্যমন্ত্রী আগেই শিলান্যাস করে গিয়েছেন। নির্মাণ শেষ হলে সরকারিভাবে এর উদ্বোধন হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement