ট্রেনের ধাক্কায় মৃত্যু  কিশোর ফুটবলারের

বাড়ির সামনে জড়ো হয়েছেন প্রতিবেশীরা। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারও মুখে। বাবা কমল শীল শুধু বলে চলেছেন, ‘‘ছেলেটার খেলার প্রতি খুব ঝোঁক।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুন্তিঘাট শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০১:২০
Share:

কৌশিক শীল। নিজস্ব চিত্র

স্বপ্ন ছিল অনূর্ধ্ব ১৩ আই লিগে খেলার। বালি স্টেশনে ১ নম্বর প্লাটফর্মের কাছে ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই স্বপ্ন। সোমবার সন্ধ্যায় অসাবধানে লাইন পেরতে গিয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। পুলিশ জানিয়েছে, মৃত কৌশিক শীল (১৩) হুগলির কুন্তিঘাটের বাসিন্দা।
ছোটবেলা থেকেই ফুটবল অন্ত প্রাণ কৌশিক। শেরপুরে বাড়ির কাছে একটি সেলুন চালিয়ে রোজগার করেন বাবা। তবু কখনও বাধা পড়েনি ছেলের খেলার প্রশিক্ষণে। সোমবারও দমদম এলাকার একটি ক্রীড়া সংস্থায় ফুটবল প্রশিক্ষণের জন্যই গিয়েছিল কৌশিক। ফেরার পথে বাসে বালি হল্টে নেমে ট্রেন ধরার কথা ছিল তার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা নাগাদ হাইওয়ে থেকে নেমে আপ বর্ধমান লোকাল ধরার জন্য তিন নম্বর প্লাটফর্মের দিকে আসছিল কৌশিক। সে সময়ই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। ব্যাগে থাকা পরিচয় পত্র থেকে খবর দেওয়া হয় বাড়িতে।
মঙ্গলবার সকালে কৌশিকের ছোট্ট বাড়িতে গিয়ে দেখা গেল ছোট্ট ছেলেটার শংসাপত্র ছড়িয়ে বসেছেন মা টুম্পাদেবী। বাড়ির সামনে জড়ো হয়েছেন প্রতিবেশীরা। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারও মুখে। বাবা কমল শীল শুধু বলে চলেছেন, ‘‘ছেলেটার খেলার প্রতি খুব ঝোঁক। খুব খাটছিল আই লিগ খেলবে বলে। ভাল করে খাওয়াতেও পারতাম না আমি ওকে। চলেই গেল। আর আই লিগ খেলা হল না ওর।’’
প্রতিবেশী সঞ্জীব দাস জানালেন, খুব ছোট থেকেই কৌশিক বিদেশি খেলোয়াড়দের খেলা দেখত মন দিয়ে। তিনি বলেন, ‘‘প্রথমদিকে বকুনিও খেয়েছে। পরে অনেকেই বলেছেন, ও খেলুক। ভাল খেললে চাকরিও পাওয়া যাবে। সেই স্বপ্নও শেষ হয়ে গেল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন